জেলা

লক ডাউন পরিস্থিতির মোকাবিলাতে হাওড়ার ডি ওয়াই এফ আই কর্মীরা


মৃন্ময়ী রং,হাওড়া:চিন্তন নিউজ:১২ইমে:- করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। আর সেই লকডাউনের মাঝে সোমবার সামাজিক দূরত্ব বজায় রেখে পথে নামলো সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। স্বাস্থ্য কর্মীদের পর্যাপ্ত পিপিই, করোনায় বেশি বেশি টেস্ট, সার্বিক গণবণ্টন ব্যাবস্থার দাবিতে ডোমজুরের বিডিওকে স্মারকলিপি দিল ডিওয়াইএফআই কর্মীরা।

মূলত ডিওয়াইএফআই ডোমজুর-১ নম্বর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে সংঘটিত হয় স্মারকলিপি কর্মসূচি। অন্যদিকে ওই একই দাবিতে ডিওয়াইএফআই উলুবেড়িয়া-২ নম্বর ব্লক এরিয়া কমিটির উদ্যোগে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের সামনে অবস্থানের পর স্মারকলিপি দিল ডিওয়াইএফআই কর্মীরা।

অন্যদিকে ডেপুটেশনের অবস্থান ও স্মারকলিপি দেবার খবর মিলেছে আমতা, উদয়নারায়নপুর, শ্যামপুর-১, শ্যামপুর-২ ও জাগতবল্লবপুর থেকে। এছাড়া ওই একই দাবিতে এদিন হাওড়ার মহকুমা শাসকের দপ্তরে অবস্থানের পাশাপাশি স্মারকলিপি দিল ডিওয়াইএফআই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।