জেলা

সেলাম কমরেড তিলক টুডু, সেলাম তাঁর পরিবারকে


শৌভিক ব্যানার্জি: চিন্তন নিউজ:১২ই মে:–আজ থেকে দশ বছর আগে ওরা খুন করেছিল তিলক টুডু কে। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা বুকে নিয়ে, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখা কিশোর তিলককে মাওবাদী-তৃণমূলের সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল। শালবনী ব্লকের বেউচা গ্ৰামের আদিবাসী মহল্লার এক দরিদ্র খেতমজুর পরিবারের গুনধর টুডুর সন্তান তিলক। চেয়েছিল লেখাপড়া শেষ করে সংসারের হাল ধরতে। ওরা সেই স্বপ্ন চুরমার করে দেয়। কিন্তু আজও কমরেড গুনধর টুডু ও তাঁর স্ত্রী গুরুবারী টুডু ছেলের মৃত্যু শোক বহন করেও হার না মানা লড়াইয়ে সামিল। সেলাম তিলক টুডুর পরিবারকে। লাল সেলাম কমরেড তিলক টুডু।

শহীদ কমরেড তিলক টুডুর পরিবার ও তার পাড়ার 20 টি পরিবারের পাশে দাঁড়িয়েছে এস এফ আই। এস এফ আই পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।