জেলা

হুগলি বার্তাঃ–


চিন্তন নিউজঃ- জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ঃ-আজ ১৭ আগস্ট ২২, বুধবার হুগলী জেলার সি পি আই (এম)-এর প্রাক্তন সংসদ রূপচাঁদ পালের মৃতদেহ এন আর এস মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে দান হয়।
উপস্থিত ছিলেন সি পি আই (এম) পার্টির হুগলী জেলার সম্পাদক ও রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড দেবব্রত ঘোষ। দেবব্রত ঘোষ এন আর এস মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের চত্বরেই মরণোত্তর দেহদানে অঙ্গীকার করেন। গণদর্পণের সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহারায় দেবব্রত ঘোষের হাতে সাক্ষরিত অঙ্গীকার পত্র ও ডোনার কার্ড তুলে দেন। এই উপস্থিত ছিলেন গণদর্পণের কার্যকরী কমিটির সদস্য স্বপন বন্ধু ও সাধারণ সদস্য জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়।

দেবারতি বাসুলীঃ-SFI এর সর্বভারতীয় জাঠা মিছিলকে কেন্দ্র করে ও ছাত্রছাত্রীদের সাহায্যার্থে চুঁচুড়ার ৩ নং ইউনিটের গণঅর্থসংগ্রহ চলছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।