সীমা বিশ্বাস, আসাম ২১ আগষ্ট ২০২২, চিন্তন নিউজ—রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজ্ঞান মনস্কতা দিবস উদযাপন। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, শোভাযাত্রা ইত্যাদি কার্য সুচি পালিত হয়। উল্লেখযোগ্য যে ২০১৩সনে ২০ আগস্টে দেশের যুক্তিবাদী আন্দোলনের শীর্ষ নেতা, বৈজ্ঞানিক মানসিকতা প্রসারের অন্যতম নায়ক ডক্টর নরেন্দ্র দাভোলকর নিহত হয়েছিলেন।সর্বভারতীয় জন বিজ্ঞান নেটওয়ার্ক(এ আই পি এছ এন) এর সমন্বয়রক্ষী সমিতি অসমের উদ্যোগে গুয়াহাটির লক্ষীরাম বড়ুয়া সদনে ২০ তারিখ সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা প্রদান করে কটন মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ পান্নালাল গোস্বামী। তিনি তাঁর বক্তব্যে বলেন যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার নির্মূল করে জনসাধারণের মধ্যে বিজ্ঞান মানসিকতা প্রচার এবং প্রসারের কাজে যে সকল ব্যক্তি এবং অনুষ্ঠান নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন তার ভিতরে অন্যতম ছিল ডঃ নরেন্দ্র দাভোলকার।
সভায় উত্তর-পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডঃ মনোরমা শর্মা বলেন যে দেশে প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার। বিজ্ঞান তথা বৈজ্ঞানিক মানসিকতার উপরে চলছে পরিকল্পিত এবং ধারাবাহিক আক্রমণ। নতুন রাষ্ট্রীয় নীতি ২০২০ এর মধ্যে সমাজের থেকে বৈজ্ঞানিক মানসিকতা এবং যুক্তিবাদী চিন্তা চর্চা কে অপসারণ করে অন্ধবিশ্বাস ছড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে ।সরকারনতুন শিক্ষানীতি তে আরএসএস বিজেপির দর্শন সম্পৃক্ত করে সমাজকে অতীতের পশ্চাৎপদতার দিকে নিয়ে যেতে চাইছে এবং অতি কথা কল্প কাহিনী কে বিজ্ঞানের সারিতে উন্নতি করার চেষ্টা করছে ।নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতিতে অন্ধবিশ্বাস কুসংস্কার তথা আরএসএস বিজেপির মনুবাদী সংস্কৃতির বীজ রোপন করা হচ্ছে।সব ধরনের পশ্চাৎধামী ধ্যান ধারণার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজ্ঞান এবং মানবতার স্বার্থে প্রত্যেক মানবহিতৈষী এবং বিজ্ঞানমনস্ক লোককে সমবেত হতে ডক্টর শর্মা আহ্বান জানান। সভা পরিচালনা করেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ কালীপ্রসাদ শর্মা। সবার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সর্বভারতীয় জনবিজ্ঞান নেটওয়ার্ক সমন্বয় রক্ষী সমিতির আসামের নজিব আহমেদ। সভা শেষে শোভাযাত্রা হয়। এই শোভাযাত্রায় অর্ধশতাধিক লোক অংশগ্রহণ করে। গোহাটি ছাড়াওগোয়ালপাড়া মঙ্গলদৈ নগাও দুমদুমা মির্জা ছয়গাও দলগাঁও শিবসাগর পিহু সমতা নলবাড়ি বরপেটা রোড ডিব্রুগড় ইত্যাদি কয়েকটি স্থানে বিভিন্ন কার্যসূচিতে রাষ্ট্রীয় বিজ্ঞান মনস্কতা দিবস উদযাপন করা হয়। গুয়াহাটি ছাড়াও গোয়ালপাড়া মঙ্গলদৈ নওগা ডুমডুমা,মির্জা ছয়গাঁও দলগাঁও শিব সাগর বরপেটা রোড ডিব্রুগড় ইত্যাদি বিভিন্ন স্থানে এ কার্যসূচী পালন করা হয়। তেজপুরে অমিয় দাস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় কটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর পবন কুমার সহরিয়া এবং নরম মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড:কঙ্কণ ডেকা ভাষণে বলেন যে সমাজে প্রগতিশীল উত্তরণের জন্য বৈজ্ঞানিক মানসিকতার প্রয়োজন। এই অনুষ্ঠানে অনেক ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষয়িত্রী উপস্থিত থাকে।