জেলা

গুজরাটের মোরবি জেলার মাচ্চু নদীর উপর নব নির্মিত ঝুলন্ত সেতু ভেঙে মৃত প্রায় ১০০, আহত অসংখ্য।


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:৩১/১০/২০২২:–  ভয়াবহ দূর্ঘটনা ঘটে গিয়েছে গুজরাটের মরবিতে । মাত্র তিনদিন আগেই মাছু নদীর উপর নির্মিত ক্যাবল ব্রিজ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য।৩০ অক্টোবর সন্ধ্যায় ছট পূজো  উপলক্ষে এই ব্রিজে বহু মানুষের সমাগম ঘটে । প্রধানত ছুটির দিন তার উপর উৎসব দুইয়ে মিলে প্রায় পাঁচশত জন ওই ব্রিজে জড়ো  হয়েছিলেন । আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঐ নবনির্মিত ব্রিজটি । খবরে প্রকাশ ২৫ টি শিশু সহ প্রায় ৮০ জনের মৃত্যু হয়েছে এই দূর্ঘটনায় । এখনো প্রচুর মানুষ নিখোঁজ ।     

আর কিছুদিনের মধ্যেই গুজরাটে বিধানসভা ভোট । এই আবহে এই ব্রিজ ভেঙে পড়াতে প্রশ্নের সম্মুখীন  প্রশাসন । অভিযোগ ,ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা না করেই এই ব্রিজ খুলে দেওয়া হয়েছে । বেশী দামে টিকিট  বিক্রি করা হয়েছে । তার চেয়েও বড়ো প্রশ্ন কার নির্দেশে এই ব্রিজ খুলে দেওয়া হয়েছে। আর এই ব্রিজ ভেঙে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র  গুজরাট সফর কালে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে প্রায় চারশো জন মানুষ জলে পড়ে গেছে । উদ্ধার কাজ শুরু হয়েছে আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা । বারবার ভোটের রাজনীতি র শিকার সাধারণ মানুষ । তারই জেরে ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা ।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।