রাজ্য

ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন‌এবিটিএ-র শতবর্ষ


মিতা দত্ত:চিন্তন নিউজ:৬ই ফেব্রুয়ারি:–নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পতাকা তলে আগত মুর্শিদাবাদ জেলার শিক্ষক, শিক্ষিকাদের কাছে আজকের সন্ধ্যা ছিল অঙ্গীকারবদ্ধের সন্ধিক্ষণ। শিক্ষক-শিক্ষিকাদের প্রিয় সমিতি একশো বছরে পদার্পণ করলো। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই পথচলা। এই পথচলাকে অব্যাহত রাখতে আজ মিলিত হয়েছেন।

পুরাতন বিদায় নেয়,নতুন প্রজন্ম আসে।তাই নতুন প্রজন্মের কাছে নতুন কুসুমগুলির কাছে অতীতকে সঞ্চয় করে রেখে যেতে হয়।

ব্রিটিশ সরকার ছাপোষা মধ্যবিত্ত শ্রেণী তৈ‌রির উদ্দেশ্যে বিদ্যালয় শিক্ষা শুরু করেছিলেন। কিন্তু একটা অংশ যেমন তাদের ইচ্ছের শিকার হয়েছিল, আবার মধ্যবিত্ত শ্রেণীর মধ্য থেকেও উঠে আসে প্রতিবাদী শ্রেণী। তাদের সংখ্যা বাড়তে থাকে। সম্ভবত ভারতে মধ্যবিত্ত কর্মজীবি মানুযদের সর্বপ্রথম সংগঠন।শুধু শিক্ষকদের সমস্যা নয় সমাজের আপাময় জনগণের সমস্যা ধ্বনিত হতো আচার্যকুলের কণ্ঠে। আজও সেই ধারা বহমান।

আজকের বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষক শিক্ষিকার সাথে পা মিলিয়েছিলো ছাত্র ছাত্রী। ।ছিলো সাঁওতালি নৃত্য, ছিলো রানার। সবমিলিয়ে এক আনন্দের ঝর্ণাধারা ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।