কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ:৬ই ফেব্রুয়ারি:–গত মঙ্গলবার রাত ১০:৩০এর ঘটনা, সোদপুর লোক সংস্কৃতি ভবনের পিছনের পাড়া এবং বি টি রোডের পূর্বদিকের পাড়ার ছয়-সাতটি যুবক আসে সোদপুর ট্রাফিক মোড়ে, বি টি রোডের উপর ট্যাক্সি স্ট্যান্ড সেই ট্যাক্সি স্ট্যান্ড এর পাশে একটি গুমটি দোকান আছে সেই গুমটি দোকানে একজন বয়স্ক মহিলাকে এসে সেই যুবককেরা ভয় দেখায় এবং তার দোকান তুলে দেওয়ার কথা বলে গালিগালাজ করে। তখন ট্যাক্সি স্ট্যান্ড দাঁড়িয়ে থাকা ট্যাক্সি ড্রাইভারদের মধ্যে একজন ট্যাক্সি ড্রাইভার সে তখন তার গাড়িটিকে স্ট্যান্ড করে আসে প্রতিবাদ করতে। তার নাম দীপক ভৌমিক ৩৫ বছর বয়স বাড়ি এক নম্বর টাউন কলোনি পানিহাটি।
এই ট্যাক্সিচালক যখন প্রতিবাদ করতে যায় তার উপরে আক্রমণ করে সেই যুবকেরা। ট্যাক্সি চালক গুরুতর আহত হয় তাকে নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজে যাওয়া হয় সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়, তার পরেই থাকে কলকাতা আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিয়ে যাওয়া হয় ইমারজেন্সি বিভাগে সেখানে তার নাকের উপরে মুখে চারটি সেলাই পরে তারপরে বাড়িতে আসে ট্যাক্সিচালক। এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে এবং ক্ষিপ্ত হয়ে ওঠে ঐ এলাকার সমস্ত ট্যাক্সিচালক।
বুধবার সকালে খড়দা থানা এফ.আই. আর. করে এবং গন সই সংগ্রহ করে খড়দা থানা জমা দেওয়া হয়। এবং খড়দা থানায় ট্যাক্সিচালকেরা প্রতিবাদ জানায় বিক্ষোভ দেখায় এবং সেখান থেকে তারা ফিরে আসে সোদপুর ট্রাফিক মোড়ে বিটি রোডের উপরে ট্যাক্সি স্ট্যান্ডে সেখানে তারা ট্যাক্সি বন্ধ করে বিক্ষোভ দেখায়, বিক্ষোভে ফেটে পড়ে সবাই ,তাদের উপরে আশেপাশের সমাজবিরোধী যুবকরা আক্রমণ চালায় এই প্রতিবাদে ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভে উপস্থিত হয় এলাকার মানুষ,এবং তাদের সাথে বিক্ষোভ দেখায়।
খড়দা থানা উপস্থিত হয় সি আই টি ইউ পরিচালিত ট্যাক্সি ইউনিয়নের নেতৃত্বরা প্রমোদ ঝা রাজ্য ট্যাক্সি ইউনিয়নের যুগ্ম সম্পাদক এবং উপস্থিত হন শ্যামল দে ট্যাক্সি ইউনিয়নের রাজ্যের সহ-সম্পাদক এবং তাদের সাথে উপস্থিত হন পানিহাটি সি আই টি ইউ নেতা জয়ন্ত বিশ্বাস ।ট্যাক্সি চালকদের বক্তব্য যে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাদের সহকর্মীকে আক্রান্ত হতে হলো এর বিচার চাই পুলিশকে অবিলম্বে এই অভিযুক্তদেরকে গ্রেফতার করতে হবে।
দীর্ঘদিন ধরে এই বিটি রোড ট্যাক্সি স্ট্যান্ড এর উপরে ট্যাক্সি চালকদের উপরে আক্রমণ নেমে আসে এইভাবে চলতে থাকলে তাদের আগামী দিনের ট্যাক্সি চালানো অসম্ভব হয়ে উঠবে। মানুষের পরিষেবা দেওয়া সম্ভব হবে না তাই পুলিশ প্রশাসনকে অবিলম্বে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে