জেলা রাজ্য

মুর্শিদাবাদ জেলায় ঐতিহাসিক ‘হুল’ দিবস পালন


মিতা দত্ত: চিন্তন নিউজ:৩০শে জুন:- আজ “হুল দিবস”। এই দিনটির সাথে জড়িত রয়েছে সাঁওতাল নামে এক দেশজ অরণ্যচারী মানুষের সংগ্রাম। ব্রিটিশ শাসন ও তার দোসর একশ্রেণির স্বার্থান্বেষী ভারতীয়দের অত্যাচারের বিরুদ্ধে তাদের মতো করে সশস্ত্র সংগ্রাম করতে বাধ্য হয়েছিলো। আপাত ব্যর্থ হ’লেও যে সংগ্রামের বীজ রোপিত হয়েছিলো তা বহতা নদীর মতো আজও বয়ে চলেছে।

আজ এই ঐতিহাসিক ক্ষণটিকে ধরে লালন করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলার বিজ্ঞানকর্মীরা মিলিত হয়েছিলো নবগ্রামের পাখিয়াডাঙ্গায় সাঁওতাল অধ্যুষিত গ্রামে যেখানে বেশ কিছুদিন ধরে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কমিউনিটি কিচেন চলছে।

এছাড়া ডি,ওয়াই, এফ, আই এর উদ্যোগে খয়রাগাছি গ্রামে হুলদিবস পালিত হয়। সাথে বিনামূল্যে সব্জি ও পড়াশোনার কীটস দেওয়া হয়। এছাড়া মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে এই দিনটি পালন করার মাধ্যমে নতুন করে লড়াই এর শপথ নেওয়া হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।