চিন্তন নিউজ, ১৫ জুন, ২০২২ – গতকাল সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন রায়না-২ ব্লক কমিটি দ্বিতীয় তম সম্মেলন উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে ও কাজের দাবিতে মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। এই
জনসভায় সভাপতিত্ব করেন সনৎ পড়েল, বক্তব্য রাখেন অশোক সাঁতরা, মির্জা আক্তার আলী, গনেশ চৌধুরী, এবং পার্টির জেলা সম্পাদক সৈয়দ হোসেন।
আজ ১৫ জুন,এইদিনে শহিদ হন ফাল্গুনী মুখার্জি। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) মঙ্গলকোট এরিয়া কমিটির উদ্যোগে শহিদ ফাল্গুনী মুখার্জির গ্রাম ধান্যরুখীতে সকালে শহিদ দিবস পালিত হয় মাল্যদানের মধ্য দিয়ে। শহিদ বেদীতে মাল্যদান করেন সভার সভাপতি হরেন চন্দ্র ঘোষ, জেলা কমিটির সদস্য দুর্যোধন সর, এরিয়া কমিটির সম্পাদক শাহজাহান চৌধুরী আরও অনেকে। স্মরণ সভায় বক্তব্য রাখেন শাজাহান চৌধুরী, দূর্যোধন সর।
সিপিআই(এম), বর্ধমান শহর-১ এরিয়া কমিটির অন্তর্গত ২৯ ওয়ার্ডের পার্টিসভ্য ও এলাকার মহিলা নেত্রী তাপসী গুপ্তর আকস্মিকভাবে মাত্র ৫২ বছর বয়সে জীবনাবসান হয়েছে।১৪ জুন রাত্রি ৯ টা ৪০ মিনিট নাগাদ প্রয়াত হন।
তাঁর একমাত্র পুত্রকে রজত গুপ্তকেও পার্টির আদর্শে অনুপ্রাণিত করেছিলেন।
আজ ১৫ জুন সকাল ১০.৩০ টা নাগাদ মহিলা নেত্রী তাপসী গুপ্ত-র মরদেহ শেষ শ্রদ্ধা জানাতে বর্ধমান শহর ১ নম্বর এরিয়া কমিটি’র পার্টি দপ্তরে আনা হয়। এখানে পার্টি রক্ত পতাকা দিয়ে শ্রদ্ধা জানান জেলা সম্পাদকমণ্ডলী সদস্য তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জী, প্রবীণ নেত্রী গৌরী ব্যানার্জী এবং এরিয়ার বর্ষীয়ান নেতা জনার্দন রায়। মরদেহে মাল্যদান করেন পার্টির বর্ধমান শহরের দুই এরিয়া সম্পাদক নজরুল ইসলাম, তরুন রায়, জেলা মহিলা নেত্রী সুপর্ণা ব্যানার্জী, তাপসী গুপ্ত-র একমাত্র পুত্র রজত গুপ্ত সহ উপস্থিত দুই এরিয়া কমিটির সদস্যগণ ও তাঁর মহিলা সংগঠনের সাথীরা।