জেলা রাজ্য

ছোট্ট মেয়ে অহনা’র জন্মদিনের উপহারের টাকা দান পরিযায়ী শ্রমিকদের খাদ্যসংস্থানে


বিপ্লব সেন: চিন্তন নিউজ:২৮শেমে:- ডি ওয়াই এফ আই ‘পরিজন’ কমিউনিটি কিচেনের আজ ১৭ তম দিন। কালিয়াগঞ্জের ছোট্ট মেয়ে অহনা দত্ত তার মা-বাবার মুখে কমিউনিটি কিচেনের গল্প শুনে ও মায়ের ফেসবুক দেওয়ালে ছবি দেখে পরিযায়ী শ্রমিকদের খাওয়ানোর জন্য কিছু সাহায্য করবে বলে বায়না ধরে। মা ঈশিতা দত্ত মেয়ের এই ইচ্ছা পূরণ কিভাবে করবেন তাই নিয়ে সংশয়ে পড়েন। ছোট্ট মেয়ে অহনাই এর পথ বলে দেয়। বলে তার জন্মদিনে যে টাকাগুলো সে উপহার পেয়েছিল সেগুলো তো তার মায়ের কাছেই রাখা আছে, ওই টাকাগুলো দিয়েই সে পরিযায়ী শ্রমিকদের খাওয়াতে চায়।! মেয়ের আবদার রাখতে আজ বাবা অয়ন ও মা ঈশিতা তাদের ছোট্ট মেয়ে অহনাকে নিয়ে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে ডি ওয়াই এফ আই এর ‘পরিজন’ কমিউনিটি কিচেনে এসে হাজির হন। তাদের ছোট্ট মেয়ে অহনা তার জন্মদিনে প্রাপ্য অর্থ দু’হাজার টাকা ডি ওয়াই এফ আই জেলা সম্পাদক কার্তিক দাসের হাতে তুলে দেয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।