জেলা রাজ্য

মিনোপোলিশ থেকে চুঁচুড়ার ঘড়ি মোড় সংহতিতে ছাত্র যুবরা


স্বাতী শীল: চিন্তন নিউজ:২রা জুন:-মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলনের সংহতিতে উত্তাল গোটা দুনিয়া। আমেরিকার মিনোপোলিশ শহরে জর্জ ফ্লয়েডের নৃশংস হত্যাকান্ডের বিরুদ্ধে অসন্তোষের তুফান। ‘আমরা সবাই জর্জ ফ্লয়েড’, বহ্নিমান মিনোপোলিশ-নিউইয়র্ক-ওয়াশিংটন- শিকাগোর সঙ্গে গলা মিলিয়ে সংহতি আন্দোলনে শামিল লন্ডন থেকে বার্লিন। প্যারিস থেকে স্টকহোম। লকডাউন বিধি ভেঙেই রাস্তায় রাস্তায় ফ্যাসিবিরোধী জনতার ঢল।

সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের দুর্জয় ঘাঁটি এই বাংলাতেও মঙ্গলবার ছাত্র যুবরা শামিল হয়েছেন সংহতি আন্দোলনে। এসএফআই, ডিওয়াইএফআই রাজ্য কমিটির আহ্বানে কলকাতায় যেমন মার্কিন তথ্যকেন্দ্রের অদূরেই রাস্তায় বিক্ষোভ দেখান ছাত্রযুবরা, তেমনি হুগলির চুঁচুড়া শহরের ঘড়ি মোড়েও প্রতিবাদ ছাত্র যুবদের।

এদিন বিকালে চুঁচুড়ার ঘড়ি মোড়ে শারীরিক দূরত্ব মেনেই এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা শামিল হন সংহতি আন্দোলনে। আমেরিকায় যেমন শেতাঙ্গ আধিপত্যবাদী ট্রাম্প সরকারের পুলিশ হত্যা করেছে জর্জ ফ্লয়েডকে, ভারতেও ধর্মের নামে বর্ণের নামে খুন হয়েছেন ফয়জান, আখলাক, জুনেইদ, রোহিত ভেমুলারা। হাতে হাতে পোস্টার, ঠোঁটে স্লোগান। ‘জর্জ ফ্লয়েডের খুনি সরকার নিপাত যাক, ‘ডোনাল্ড ট্রাম্প দূর হটো, ‘ধর্মের নামে বর্ণের নামে হত্যা বন্ধ করো’, আওয়াজ তুলেছেন ছাত্রযুবরা। বুধবারও হুগলি জেলা জুড়ে সংহতি আন্দোলনে শামিল হবেন জেলার ছাত্র যুবরা। সংহতিতে উত্তাল গোটা দুনিয়া। আমেরিকার মিনোপোলিশ শহরে জর্জ ফ্লয়েডের নৃশংস হত্যাকান্ডের বিরুদ্ধে অসন্তোষের তুফান। ‘আমরা সবাই জর্জ ফ্লয়েড’, বহ্নিমান মিনোপোলিশ-নিউইয়র্ক-ওয়াশিংটন- শিকাগোর সঙ্গে গলা মিলিয়ে সংহতি আন্দোলনে শামিল লন্ডন থেকে বার্লিন। প্যারিস থেকে স্টকহোম। লকডাউন বিধি ভেঙেই রাস্তায় রাস্তায় ফ্যাসিবিরোধী জনতার ঢল।

সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের দুর্জয় ঘাঁটি এই বাংলাতেও মঙ্গলবার ছাত্র যুবরা শামিল হয়েছেন সংহতি আন্দোলনে। এসএফআই, ডিওয়াইএফআই রাজ্য কমিটির আহ্বানে কলকাতায় যেমন মার্কিন তথ্যকেন্দ্রের অদূরেই রাস্তায় বিক্ষোভ দেখান ছাত্রযুবরা, তেমনি হুগলির চুঁচুড়া শহরের ঘড়ি মোড়েও প্রতিবাদ ছাত্র যুবদের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।