দেবপ্রসাদ মন্ডল: চিন্তন নিউজ:১৪ই ডিসেম্বর:– মালদা জেলার ইংলিশ বাজার পৌরসভার অন্তর্গত প্রান্তপল্লী এলাকায় ( ওয়ার্ড নং ২০ ) ২০০৯ সালে একটি জলাধার নির্মিত হয় । তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর প্রভাত আচার্য্যর নেতৃত্বে প্রান্তপল্লী এলাকার মানুষের সুবিধার্থে এই জলাধারটি নির্মিত হয় ।
ওয়ার্ডের সাধারণ মানুষের কথা অনুযায়ী আজ থেকে দীর্ঘ প্রায় ৪০-৪৫ বছর আগে উক্ত জায়গায় একটি চাপাকল ছিল , পরবর্তীতে সেখানে একটা গভীর নলকূপ বসানো হয় । তারপর ২০০৯ সালে সেই জায়গায় এই জলাধারটি নির্মাণ করা হয় । ওয়ার্ডের সাধারণ মানুষের পাশাপাশি , পার্শ্ববর্তী বস্তি এলাকার মানুষজন এই জলাধার থেকে পানীয় জল সংগ্রহ করতো । কিন্তু পাম্প মেশিন চুরি যাওয়ার কারণে এটি এখন বন্ধ থাকায় এলাকার মানুষজন পর্যাপ্ত পানীয় জলের সমস্যায় ভুগছেন ।
গত ১২ ডিসেম্বর ওয়ার্ডের মানুষজন দেখতে পান কেউ বা কারা এই জলাধারটি ভাঙছে , এলাকার জনগণ এই দৃশ্য দেখতে পেলে যারা এই ভাঙার কাজ করছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং জানতে পারে যে বর্তমান তৃণমূল কাউন্সিলর অর্থাৎ ওয়ার্ড কো অর্ডিনেটর দুলাল সরকারের নির্দেশ অনুযায়ী তারা এই জলাধারটি ভাঙতে এসেছে । এই কথা শোনার পরে প্রান্তপল্লী এলাকার জনগণ একাজের বিরোধিতা করে প্রতিবাদ জানান এবং জলাধারটি ভাঙতে বাঁধা দেয় । সেই বাঁধার সম্মুখীন হয়ে যারা এই অন্যায় কাজটি করতে এসেছিল তারা সেখান থেকে পালিয়ে যায় ।
বর্তমানে প্রান্তপল্লী এলাকার মানুষজন এই জলাধারটি পুনরায় চালু করার দাবি জানান ।