কলমের খোঁচা

“কত অজানারে”


মামনি দাস: চিন্তন নিউজ:১২/১০/২০২২:–
রঙিন জলে ভরা ফুটন্ত জলের লেক ! —–
শুনতে অবিশ্বাস্য হলেও এমনই এক লেকের দেখা মেলে যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। লেকের জল ফোটা এবং বাষ্প হয়ে উড়ে যাওয়ার দৃশ্যও চোখে পড়ে । লেকের মাঝখানে গাঢ় নীল আর তার চারপাশে গোল রিংয়ের মতো নানা রং চোখে পড়ে । এর মধ্যে আছে লাল,কমলা ,হলুদ, সবুজ সহ আরো নানা রং ।

আক্ষরিক অর্থেই রামধনুর রঙে রাঙানো । যে সব অনুজীব ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বাঁচে, সেই গুলোর কারনেই এই রামধনুর সৃষ্টি হয় । লেকের মাঝখানের জল খুব গরম হওয়ায় , এখানে ব্যাকটেরিয়া আধিপত্য কম । তাই এই অংশে খুব পরিষ্কার গাঢ় নীল জল চোখে পড়ে । লেকটির ব্যাস প্রায় ৩৭০ ফুট এবং গড় গভীরতা ১২১ফুট । পর্যটকদের পাশাপাশি, খনিজ বিষয় নিয়ে গবেষণায় রত বিজ্ঞানীদের আসা যাওয়া এখানে নিয়মিত ব্যাপার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।