জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১২ অক্টোবর, ২০২২ – বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষা বিভাগের পড়াশোনা শুরু করার জন্য দীর্ঘ তিন বছর পূর্ব বর্ধমানের ছাত্র ফেডারেশনের লাগাতার আন্দোলনের ফলে আজ বিষয়টি শুরু করার বিজ্ঞপ্তি জারি করলো বর্ধমান বিশ্ববিদ্যালয়। এই জয় এস এফ আই, পূর্ব বর্ধমানের জয়। এস এফ আইয়ের বর্তমান জেলা কমিটি ভিসির কাছে অবস্থানের তিন মাসের মধ্যে যে দাবি রেখেছিলো তাকে মান্যতা দিতে বাধ্য হয়ে কতৃপক্ষ আগামী ১৪ ই অক্টোবর তারিখে দূর শিক্ষা বিভাগের ভর্তির প্রক্রিয়া শুরু করবে।

গতকাল মেমারি – ২ সি.আই.টি.ইউ পক্ষ থেকে মিছিল করা হয় আগামী ১৪ তারিখ মেমারীতে কমরেড সুশান্ত ঘোষের সমাবেশ ও চোর ধরো জেল ভরো কে সামনে রেখে কুচুট, শিবপুর থেকে আয়মা গান্টে পর্যন্ত। মিছিলে উপস্থিত ছিলেন সিটু নেতৃত্ব ও গণআন্দোলনের নেতৃত্বরা।

আজ ১২ অক্টোবর সকালে সিআইটিইউ, পূর্ব বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষে নির্মাণ কর্মী ইউনিয়ন, বর্ধমান শহর-২ এরিয়া কমিটির পক্ষ থেকে নির্মাণ কর্মীদের কাছে গিয়ে প্রচার সংগঠিত করা হলো। বিরহাটা, নীলপুর চৌরঙ্গী, বিবেকানন্দ কলেজ মোড়, সর্বমঙ্গলা পাড়া কামানতলা পর্যন্ত প্রচার করা হলো। এই তিনটি জায়গায় বক্তব্য রাখা হয়, লিফলেট বিলি করা হয় এবং নির্মাণ কর্মীদের কাছ থেকে সম্মেলন উপলক্ষে ৫০২ টাকা সংগৃহীত হয়। প্রচারে জানা গেল একটা বড় অংশের নির্মাণ কর্মীদের বর্তমানে কাজ নেই। তারা অসহায়। তাদের এই দুরাবস্থার অবসানে সরকারের কোন ভূমিকা নেই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।