কলমের খোঁচা

বিশ্ব জল দিবসে চিন্তনের বিশেষ প্রতিবেদন


কলমে কৃষ্ণা সাবুই: চিন্তন নিউজ: ২২/০৩/২০২৩:- প্রতি বছর ২২শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়। ১৯৯২সালে ব্রাজিলের রিও-ডি- জেনিরোতে জাতিসঙ্ঘ পরিবেশ ও উন্নোয়নের পাশাপাশি বিশ্ব জল দিবস পালনের সিদ্ধান্ত হয়।১৯৯৩ সালে প্রথম বিশ্ব জল দিবস পালন করা হয়। এরপর থেকে প্রতি বছরই পালিত হয়ে আসছে।

দিনটির মুল উদ্দেশ‍্য হোলো পরিশুদ্ধ জল সংরক্ষণের জন‍্য সচেতনতা বৃদ্ধি। এবং সবাই জলের গুরুত্ব এবং জলকে অত‍্যাবশ‍্যক সম্পদ হিসেবে বিবেচনা করার বোধ তৈরী করা।
জলের অপর নাম জীবন, ছোট বেলা থেকেই এই কথাটির সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত।
বয়স বাড়ার সাথে সাথে সবাই বুঝি, আমাদের জীবনে জলের গুরুত্ব কতখানি। জল ছাড়া জীবন ধারণ অসম্ভব। বিশুদ্ধ জল বিশ্বের প্রথম ও প্রধান ওষুধ। জল ছাড়া কৃষি কাজ, শিল্প, রান্না, ঘর গৃহস্থালির কাজ,স্নান, জামাকাপড় পরিস্কার সব কিছু অচল। আমরা পরিশ্রুত পানীয় জল খাই।এর ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রন হয়।জল শরীর থেকে বিষাক্ত বর্জগুলি বের করে দিয়ে মানুষকে সুস্থ রাখে।

বর্তমানে জলবায়ুর পরিবর্তনে জলের স্তর ভয়াবহ ভাবে কমে যাচ্ছে। আমরা দেখছি এই বিপদকে সেভাবে না ভেবে মানুষ অনিয়ন্ত্রিত ভাবে ভুগর্ভস্থ জল তুলেই চলেছে। চাষের কাজে ও একই ভাবে অনিয়ন্ত্রিত ভাবে জল তোলা হচ্ছে।জলসম্পদকে রক্ষা না করে,পরোক্ষে তাকে ধ্বংস করার প্রবনতাটাই বেশী।

বিশ্ব জল দিবসে পরিকল্পনা হোক, বেশি বেশি করে কৃত্রিম জলাধার তৈরি করে কিভাবে বেশি বেশি করে বৃষ্টির জল সংরক্ষণ সম্ভব । মানুষ শুধুমাত্র প্রয়োজনেই পরিমিত জল ব‍্যবহার করুক।

অপ্রয়োজনে জল অপচয় বন্ধ হোক।
রাস্তার কলগুলি ভালোভাবে রক্ষণাবেক্ষণ হোক, কেননা সারাদিন জল পড়ে জলের অপচয় হয়। এই কাজ সাধারণ মানুষের অংশ গ্রহণ ছাড়া সম্ভব না । সুতরাং বিভিন্ন মাধ্যমে মানুষকে সচেতন করাই হবে আজকে দিনের লক্ষ‍্য। মানুষ নিজে সচেতন না হলে জল সঙ্কট অসম্ভব। তাই “জলকে রক্ষা করুন – জীবন বাঁচান” – এই শ্লোগানে সার্থক হয়ে উঠুক বিশ্ব জল দিবস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।