জেলা

আজকের হুগলি নিউজ


চিন্তন নিউজ:২৮ শে নভেম্বর:- শ্রীরামপুর থেকে জয়দেব ঘোষ জানিয়েছেন, মহান চিন্তাবিদ ফ্রেডরিক এঙ্গেলসের দ্বিশতজন্মবার্ষিকী পালন করা হ’ল সিপিআইএম শ্রীরামপুর এরিয়া কমিটির উদ‍্যোগে।

লড়াইয়ের ময়দানে আজ বামপন্থীরা। করোনাকে সামনে রেখে দেশের রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রি করা থেকে কৃষকের স্বার্থবিরোধী কৃষিবিল জোর করে পাশ করার বিরুদ্ধে বামপন্থীদের লড়াই।

চাঁপদানী থেকে সোমনাথ ঘোষ জানাচ্ছেন;
ভারতের কমিউনিস্ট পার্টি মাক্সবাদী চাঁপদানী এরিয়া কমিটির অন্তর্গত ১৭নং শাখার উদ‍্যোগে রামকৃষ্ণ পল্লীতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উদ্বোধন করেন রাজ‍্য কমিটির সদস‍্য কমরেড সুদর্শন রায়চৌধুরী, উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমঃ তীর্থঙ্কর রায়,চাঁপদানী এরিয়া কমিটির সম্পাদক অরুণ দাস ও অন‍্যান‍্য নেতৃবৃন্দ। রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকা জুড়ে পতাকা ও রঙিন শিকল দিয়ে সাজানো হয়। এলাকার মহিলা ও বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরসাথেই পালন করা হয় কমঃ ফ্রেডরিক এঙ্গেলসের ২০১ তম জন্মদিবস।তাঁর প্রতিকৃতিতে মাল‍্যদান করেন সিপিআইএম রাজ‍্য কমিটির সদস‍্য কমঃ সুদর্শন রায়চৌধুরী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।