মিঠুন ভট্টাচার্য: চিন্তন নিউজ:১৫ই জুন:- গতকাল এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটি উদ্যোগে কমিউনিটি কিচেন চালু করা হলো। লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান লকডাউনের পর থেকেই তারা প্রতিদিন অসহায় মানুষের পাসে সহযোগিতায় হাত এগিয়ে চলছেন গতকালও তারা বৃষ্টিকে মাথায় নিয়ে এগিয়ে চলেছে মানুষের মুখে খাবার তুলে দিতে শুকনো খাবার থেকে শুরু করে কখনো খিচুড়ি ডিম ভাত দেওয়া থেকে শিশুদের দুধ সহ চাল ডাল এবং বিভিন্ন সময়ে রান্না করা খাবার তুলে দেন।
গোপাল পাল আরো জানান সাধারণ মানুষ আজও তাদের কাজে যোগ দিতে পারেননি তাদের খাবারের সমস্যা বেড়েই চলেছে তাই তারা আগামী দিনেও মানুষের পাশে এই ভাবেই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন।