চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৮শে নভেম্বর – গতকাল রাত্রি ৯ টা নাগাদ প্রয়াত হলেন প্রবীণ কমিউনিস্ট, সত্তর দশকের কালনার লড়াকু সেনা, সি পি আই (এম) পূর্ব বর্ধমান জেলা দপ্তরের শাখার প্রাক্তন শাখা সম্পাদক ও জেলার হিসাবরক্ষক কমরেড ভোলানাথ ঘোষ। আজ সকাল ৯ টায় তাঁর মরদেহ পার্টি জেলা দপ্তরে এলে সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করা হলো। তিনি জেলা অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব বহুদিন পালন করেছেন। তিনি তাঁর কাজের মধ্যে দিয়ে এক উজ্জ্বল উদাহরণ গড়ে গেলেন। জেলার সকল পার্টি নেতৃত্ব ও সদস্যরা তাঁকে শ্রদ্ধায় শেষ বিদায় জানালেন। তাঁর পরিবারকে জানালেন সমবেদনা।
আজ ফ্রেডেরিক এঙ্গেলসের ২০১ তম জন্মদিন পালিত হলো বর্ধমান শহর দু নম্বর ও এক নম্বর এরিয়া কমিটির অফিসে।