সংবাদদাতা: শেলী মন্ডল:- শুধু শহীদদের স্মরণ করা নয়, কঠিন –কঠোর লড়াইয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করার শপথ নেবার দিন ৩১শে আগস্ট। প্রতিবছরই এই শহীদ দিবসটি খাদ্যের দাবির লড়াইয়ের বিষয় সহ লড়াইয়ের ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে মানুষের সামনে হাজির হয়। এবারও তাই ই হয়েছে।খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে.. গণত্রন্ত্রিক লেখক শিল্পী সংঘের কর্মীদের উদ্যোগে দুর্গাপুর ইস্পাত এ- জোন অঞ্চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মাননীয় শ্রী সন্তোষ দেবরায় মহাশয়।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।
সংবাদদাতা :- উজ্জ্বল মন্ডল কুলটি ৩ নং শাখার পক্ষ থেকে খাদ্য আন্দোলনের পতাকা উত্তোলন।
সংবাদদাতা:-দেবোমিতা চ্যাটার্জী:- বাঙ্কোলা মশান ধাওড়ায় খাদ্য আন্দোলনে র রক্ত পতাকা উত্তোলন। দামোদর অজয় নর্থ
সংবাদদাতা:-মধুমিতা রায়:- ১৯৫৯ সালের ৩১শে আগষ্ট খাদ্য আন্দোলনের শহীদ দের স্মরণে ৬১ তম বর্ষ পালন করা হলো শ্রীপল্লির ২নং শাখায় । শাখার সমস্ত কমরেড দের উপস্হিতিতে মাল্যদান করা হলো। বক্তব্য রাখলেন শাখা সম্পাদক ও এরিয়া কমিটির সদস্য কমরেড অনিন্দ্য দাস ও এরিয়া কমিটির পক্ষে কমরেড শুক্লা গুহ । বর্তমান পরিস্থিতি আরোও একবার খাদ্য আন্দোলনের প্রাসঙ্গিকতা মনে করিয়ে দেয়।
সংবাদদাতা:-ডলি শীল:- বারাবনি এরিয়া কমিটি অফিসে খাদ্য আন্দোলনে র শহীদ দিবসে পতাকা উত্তোলন ও শহীদ স্মরণে মাল্যদান।
সংবাদদাতা:- বাইসি মান্ডি:- ভাঙ্গা ভাওড়া গ্ৰামে খাদ্য আন্দোলনের শহীদ দিবসের পতাকা উত্তোলন।