জেলা

হুগলি জেলার সংবাদঃ-


চিন্তন নিউজঃ-২২শে সেপ্টেম্বর: জয়দেব ঘোষঃ-হুগলী জেলা ডেপুটি ডিরেক্টর অফ একাউন্টস মাননীয় অতনু ঘোষের সাথে শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে আজ দেখা করলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলা নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক মোহন দাস পন্ডিত,রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক কমল মল্লিক,রাজ্য কাউন্সিল সদস্য ও জেলা সম্পাদকমন্ডলীর সদস্য হবিবুর রহমান,অসীম পাল,জয়দেব ঘোষ,জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জয়ন্ত দে, সন্দীপ রায় সহ নেতৃবৃন্দ।

আজ হুগলী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নবনিযুক্ত সভাপতি মাননীয়া শিল্পা নন্দী মহাশয়াকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

আজ প্রয়াত কমরেড অজিত পাল(বোধন দা) কে শেষ শ্রদ্ধা সিপিআই(এম) ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটি এবং ৪ নম্বর শাখার পক্ষ থেকে।

আজ হুগলী জেলা কৃষক সভার ৩৬ তম সম্মেলন থেকে সম্পাদক হলেন তারকেশ্বরের কমরেড স্নেহাশিষ রায়। কমরেড স্নেহাশিষ রায় কে পার্টি এবং সমস্ত গনসংগঠনের পক্ষ থেকে লাল সেলাম।

সোমনাথ ঘোষঃআগামী ২৭ শে সেপ্টেম্বর ‘২০২১ ‘সংযুক্ত কিষাণ মোর্চা’ আহুত ভারত বনধ সফল করতে হুগলী’র চন্ডীতলা-১ নং ব্লক গণসংগঠন সমূহের যুক্ত উদ্যোগে আজ ২১ শেষ সেপ্টেম্বর’২১ বিকালে মশাটে খো: গিয়াসউদ্দিন আহমেদ ভবনে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। অশোক নিয়োগী,আশীষ চ্যাটার্জী,সঞ্জয় ঘোষ,পুস্প পাত্র ও স্নেহেষ বটব্যাল’কে নিয়ে গঠিত ৫ জনের সভাপতি মন্ডলীর পরিচালনায় প্রায় ৭০ জনের উপস্থিতিতে অনুষ্ঠিত কনভেনশনে ক্ষেতমজুর ইউনিয়নের নেতা স্বপন বটব্যালের উত্থাপিত মূল প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন কৃষক সভা’র সোমনাথ ঘোষ, যুব ফেডারেশনের শুভদীপ রায়,মহিলা সমিতির বিশ্বেশ্বরী সরকার,এবিটিএ’র সাগর নন্দী,এবিপিটিএ’র আজিম আলি, এস এফ আই’য়ের স্নেহেষ বটব্যাল প্রমুখ। নানাবিধ কর্মসূচী সহ ঐদিন রাস্তায় নেমে “ভারত বনধ”-সফল করতে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহনের পর কনভেনশন শেষ হয়। ঔ এরপর বন্ধের সমর্থনে মশাট বাজার থেকে জঙ্গলপাড়া হাইস্কুল মোড় হয়ে বাজার পর্য্যন্ত এক দৃপ্ত মিছিলের মাধ্যমে জনসাধারণকে ঐদিন সর্বাত্মক বনধের সমর্থনে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়।

কমরেড দীপনঃ-সংযুক্ত কিষান মোর্চার ডাকে আগামী ২৭ শে সেপ্টেম্বর ভারত বনধ্ এর সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয় গতকাল চুঁচুঁড়া বাসস্ট্যান্ডে। কমঃ দেবাশিষ বসু,কমঃ বিপ্লব রায়,কমঃ বটকৃষ্ণ দাস,কমঃ মনোদীপ ঘোষ প্রমূখ নেতৃত্বের উপস্থিতিতে এই পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় বন্ধ সফল করার আহ্বান জানানো হয়। শ্রম কোড বাতিল,কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিল বাতিল,বিদ্যূৎ বিল বাতিল এবং আয়কর এর আওতার বাইরে থাকা মানুষদের ৭৫০০ টাকা ভাতা দেওয়ার দাবী জানানো হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।