জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২২ সেপ্টেম্বর, ২০২১ – কালা কৃষি আইন বাতিল করতে হবে, শ্রমিক বিরোধী শ্রম আইন বাতিল করতে হবে, বিদ্যুৎ বিল বাতিল করতে হবে, ত্রিপুরায় সিপিআই এম পার্টির সর্বস্তরের কর্মীদের উপর আর আস আস, বি যে পির আক্রমণের প্রতিবাদে —-
আগামী ২৭ শে সেপ্টেম্বর সোমবার সারা ভারত বনধ্ সফল করার লক্ষ্যে আজ গলসী বাজারে মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন সিপিআই (এম) পার্টির পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য সাইদুল হক, কৃষক আন্দোলনের নেতা সাইফুল হক। সভাপতিত্ব করেন সারা ভারত কৃষক সমিতির গলসী ২ ব্লক কমিটির সভাপতি নাড়ুগোপাল যশ।

ত্রিপুরায় আক্রান্তদের সাহায্যের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ অভিযান হচ্ছে মেমারু, ঘুসকরা, চাঁচাই প্রভৃতি জায়গায়।

সি,পি, আই ( এম) অবিভক্ত বর্ধমান জেলার প্রাক্তন সদস্য, কালনা জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক ও কালনা এলাকায় কৃষক আন্দোলনের নেতৃত্ব প্রয়াত করুণা ভট্রাচার্য্যের স্মরণসভা বৈদ্যপুর রাধারানী হলে অনুষ্ঠিত হয় । প্রয়াত কমরেডের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অমল হালদার, অচিন্ত্য মল্লিক, অঞ্জু কর, অরিন্দম কোঙার, সুকান্ত কোঙার প্রমুখ । স্মৃতচারণ করেন অমল হালদার, অচিন্ত্য মল্লিক, অঞ্জু কর, অরিন্দম কোঙার, বীরেন ঘোষ । সভাপতিত্ব করেন সনাতন টুডু।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।