জেলা

হুগলি জেলার সংবাদঃ-


২৩ শে অগাষ্টঃ- চিন্তন নিউজঃ—সৌরদীপ্ত বিশ্বাসঃ- স্কুল কলেজ খোলার দাবিতে ছাত্র ছাত্রীদের অবস্থান বিক্ষোভ চুঁচুড়া ঘড়ির মোড়ে ছাত্র ছাত্রীদের অভিভাবকরা যদি এস এফ আই এর পাশে দাঁড়ান তাহলে সরকার ওদের স্কুল কলেজ গুলো খুলতে বাধ্য হবে।

আজ স্কুল কলেজ খোলার দাবিতে চুঁচুড়াতে মহাকুমা শাসককে ডেপুটেশন দিলেন রেড ভলান্টিয়ার্সরা। তাদের দাবী:—
লকডাউন বা লকডাউন পরবর্তী সময়ে এই সেশনের স্কুল-কলেজের সমস্ত ফি মকুব করতে হবে।
সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফিস যেন বাড়ানো না হয়, সেদিকে নজর রাখতে হবে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক ফিস নেওয়ার ক্ষেত্রে কোনরুপ লেট ফিস যেন নেওয়া না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
করোনা ভাইরাস সংক্রমণ সহ এই সংকটের মূহুর্তে সকল ছাত্র-ছাত্রী রা যাতে সঠিকভাবে প্রতি মাসে মিড-ডে মিলের সুবিধা পায়, শিক্ষাখাতে ব্যয়-বরাদ্দ বাড়াতে হবে।
অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফি কমাতে হবে।
সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য অবিলম্বে বিনামূল্যে ভ্যাক্সিন এর ব্যবস্থা করতে হবে।অবিলম্বে। স্কুল-কলেজ-ক্যাম্পাস খুলে পঠনপাঠনের স্বাভাবিক প্রক্রিয়া ফেরানোর উদ্যোগ নিতে হবে। ‌

রুদ্র চক্রবর্তীঃ- ডি ওয়াই এফ আই চুঁচুড়া লোকাল কমিটির উদ্যোগে শহীদ কমরেড যতীশ দে-র ৪৩-তম শহীদ দিবস পালন করা হয়,ধরমপুর নজরুল সরনী-তে!আজকের এই দিনটির কথা মাথায় রেখে সৌভ্রাত্বের প্রতীক হিসাবে রাখী বন্ধন উৎসব ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়!


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।