রাজ্য

সরকারের প্রতি বিক্ষোভ-প্রতিবাদে ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ শিক্ষিকাদের


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:২৪শে আগস্ট:– এস‌এসকে এম‌এসকে শিক্ষক- শিক্ষিকাদের বেতন বৈষম্যসহ একাধিক দাবিতে কখনও নবান্নে, কখনও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে তো কোনওদিন বিকাশ ভবনের সামনে একাধিকবার বিক্ষোভ-প্রতিবাদ দেখাচ্ছিলেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। এর ফলে সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে তাঁদেরকে সুন্দরবন থেকে কোচবিহারের প্রত্যন্ত এলাকায় বদলি করে।

এই নিয়ম বহির্ভূত বদলির প্রতিবাদ জানাতে আজ বিকাশ ভবনে শিক্ষাদপ্তরে গেলেও কোনো আমলা বা শিক্ষামন্ত্রী এদের সাথে দেখা পর্যন্ত করেন নি। উলটে পুলিশি হেনস্থার মুখোমুখি হতে হয় শিক্ষক- শিক্ষিকাদের। অন্য কোনো পথ না পেয়ে, প্রতিবাদে বিকাশ ভবনের সামনেই ৫জন শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে এদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ জন শিক্ষিকার অবস্থার গুরুতর হ‌ওয়ায় কলকাতার এনআরএস মেডিকেল কলেজে নিয়ে এসে ভর্তি করানো হয়। এই ঘটনা ও সরকারি ভূমিকায় স্তম্ভিত রাজ্যবাসী। ধিক্কার রব উঠছে সরকারের বিরুদ্ধে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।