জেলা

হুগলি জেলার সংবাদঃ-


২৪ শে অগাষ্টঃ- চিন্তন নিউজঃ–সুদীপ্ত চক্রবর্তীঃমানুষের মৃত্যুর পর তার জনপ্রিয়তা প্রমান হয়,কমুনিস্টদেরতো বটেই।সহজ,সরল,অনারম্বর জীবন যাপন।২৫ বছর টানা জনপ্রতিনিধি।কিছুদিনের জন্য পুরোপিতা।সেই কবে থেকেই পার্টির অন্যতম নেতা।একটা সময়ে চুঁচুড়া লোকাল কমিটির সম্পাদক।দীর্ঘদিন জোনাল কমিটির সদস্য।সাইকেল এ চেপে পৌরসভা যেতেন।সেই সেদিন পর্যন্ত সাইকেলে চেপেই বিজয় মোদক ট্রাস্ট।আজ কাঁধে চেপে ঢুকলেন। আজ বিজয় মোদক ভবনের অনুষ্ঠান শেষ করে যখন শোক মিছিল হচ্ছে ,তখন মধ্য দুপুর।একদম সামনে শিক্ষক নেতা কমরেড জ্যানেন্দ্র লাল চক্রবর্তীর হাতে অর্ধণমিত রক্ত পতাকা,তার পরেই শববাহী গাড়ি,কমরেড রা আন্তর্জাতিক গাইতে গাইতে চলেছে,আর মিছিলের দৈর্ঘ্য শেষ কোথায় তার শেষ দেখা যাচ্ছে না।ছাদগুলো থেকে মানুষের মুখ।এমন হবার কারণ কমুনিস্ট পার্টির সদস্য হয়ে ওঠা সহজ,কিন্তু কমুনিস্ট হয়ে মৃত্যু বরণ করা কঠিন।কমরেড বরুন গাঙ্গুলি সেই বিরল কমুনিস্টদের মধ্যে একজন। “তোমার পতাকা যার হাতে দাও তারে দাও বহিবারে শকতি ”

সন্দীপ সিংহঃ-যুক্তিবাদ ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়াতে ক্যাম্প করলো বিজ্ঞান মঞ্চ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অন্তর্গত ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রবিবার এই কর্মসূচি হয। চাঁদ শুক্রের কাছাকাছি আসা ,উল্কা বৃষ্টি, বৃহস্পতির পৃথিবীর খুব কাছে চলে আসা এমন সব মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে গোটা অগাষ্ট মাস জুড়ে। এই বিষয় গুলো ছাত্র ছাত্রী দের প্রথমে তত্বগত ভাবে এবং পরে টেলিস্কোপের সাহায্যে হাতে কলমে তুলে ধরা হয়।ব্যান্ডেল কাজীডাঙা নিবাসী শিক্ষক অভীক হালদারের নেতৃত্বে সায়নী ভট্টাচার্য ও সন্দীপন কর্মকার প্রথমে প্রাঞ্জল ভাবে উপস্থিত ছাত্রছাত্রী দের পুরো বিষয় টা বুঝিয়ে দেন এবং তারপর তিনটি টেলিস্কোপ এর মাধ্যমে শিক্ষার্থী দের হাতে কলমে দেখানো হয়।জ্যোতির্বিজ্ঞান এর সাথে জ্যোতি শাস্ত্রের পার্থক্য বোঝানো হয় ও সরকারের জ্যোতিষশাস্ত্র কে পাঠ্যক্রমের অন্তর্ভূক্তির অবৈজ্ঞানিক কাজের বিরুদ্ধে অভিভাবক ও ছাত্রছাত্রী দের মধ্যে জনমত সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান টিতে ছাত্র ছাত্রী দের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ লক্ষ করার মতো ছিল।

জয়দেব ঘোষঃ-তারকেশ্বর মোহনবাটী গ্রাম কৃষক কমিটির সম্মেলন চলছে মোহনবাটী ফুটবল মাঠে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।