জেলা

হুগলি জেলা নিউজ


চিন্তন নিউজ:- ২৬ শে ফেব্রুয়ারি: – আর মাত্র কয়েক ঘণ্টা তারপরেই ব্রিগেড সমাবেশ। বিগত কয়েকদিন ধরেই চলছে ব্রিগেড সমাবেশকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য নানারকম প্রয়াস। পশ্চিমবঙ্গ রাজ্যের যে সব কমরেড আসবেন তাঁরা আসতে শুরু করেছেন। এই সমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য এখনও চলছে মিটিং, মিছিল , পথসভা ইত্যাদি।। আজ সেই সব উৎসাহব্যঞ্জক খবর নিয়েই হুগলি জেলার সংবাদ:– আজ ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে আজ জাঙ্গীপাড়া ষ্টেশন ময়দানে সি.পি.আই.(এম.) জাঙ্গীপাড়া ১ ও ২ নং এরিয়া কমিটির উদ্যোগে পথসভা সংগঠিত হলো৷ পথ সভায় বক্তব্য রাখেন কমরেড সুদীপ্ত সরকার, শ্যামল পালধি, তপন রায়, মনোরঞ্জন মালিক, মানস চ্যাটার্জী, পলাশ কোঙার৷ সভাপতিত্ব করেন কমরেড মহবুব রহমান৷। ব্রিগেড সমাবেশ সফল করতে বলা গড় 1 নং এরিয়া কমিটির অন্তর্গত এক্তারপুড় বাজারে পথ সভা ।

এদিকে আবার সিপিআইএম হুগলী এরিয়া কমিটির উদ্যোগে ব্রিগেডের প্রচার কেওটা চেকপোস্টে পথসভা ।

এই ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতির মধ্যেও চলছে এস এফ আই সদস্য সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছে কোন্নগর জুড়ে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।