চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৩ রা অক্টোবর – লকডাউনের ফলে রেল হকারদের কাজ নেই। এই পরিস্থিতিতে সরকার এদের পাশে নেই। আজ পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের সি আই টি ইউ এর পক্ষ থেকে বর্ধমান স্টেশনে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন দাবি তোলা হয় ট্রেন চলাচল শুরু হলে রেল হকারদের ট্রেনে পুনরায় হকারী করতে দিতে হবে, ৭৫০০ টাকা নগদে দিতে হবে , ১০ কেজি খাদ্য শস্য দিতে হবে। উপস্থিত ছিলেন অষ্টম পরামানিক, ওমর আলী আকবর, সুবীর সেন ও অন্যান্য নেতৃবৃন্দ সহ বেশ কিছু রেল হকার।
আজ এস এফ আই এর পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বর্ধমান মিহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয় এই লক্ষ্যে যে, কারিগরি ও অনান্য সমস্যার, ত্রুটির জন্যে পরীক্ষা না দিতে পারা ছাত্রছাত্রীদের আরও একবার পরীক্ষায় অংশগ্রহণেদ সুযোগ দেওয়ার আবেদন বিষয়টি বিবেচনা করে দেখার জন্য।
গতকাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন ও ছাত্র- যুব কাটোয়া ২ কমিটির অগ্রদ্বীপ ইউনিটের উদ্যোগে তিন দিনের নক আউট ফুটবল টুর্ণামেন্ট শুরু হয় নতুনগ্রাম ফুটবল ময়দানে।টুর্ণামেন্টের উদবোধন করেন ডিওয়াইএফাইয়ের রাজ্য কমিটির সদস্য কিংশুক মন্ডল।
এ আই ডি ডব্লু এ, ছাত্র যুব এর পক্ষ থেকে কার্জনগেটে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিজেপি শাসিত যোগী রাজ্যে মাঠে কর্মরত একজন দলিত কিশোরীকে ধর্ষণ করে জিভ কেটে, মেরুদণ্ড ভেঙ্গে হত্যা করার মতন অবর্ণনীয় নৃশংস ঘটনায় জড়িত চার ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ও আন এডেড মাদ্রাসা শিক্ষক দের আন্দোলনে রাজ্য পুলিশের লাঠিচার্জ- গ্রেপ্তারের প্রতিবাদে। সভায় বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আইয়েত জেলা সম্পাদক অয়নাংশু সরকার, শহর ১ আঞ্চলিক কমিটির সম্পাদক সোহম ঘোষ, এ আই ডি ডব্লু এ জেলা সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জী, শহর ১ আঞ্চলিক কমিটির সম্পাদিকা নাজমা বেগম, এসএফআই এর ছাত্রী উশশী রায় চৌধুরী । সভাপতিত্ব করেন ডি ওয়াই এফ আইয়ের আঞ্চলিক কমিটির সভাপতি অঞ্জন দত্ত।
আজ প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সারা ভারত কৃষক সভা খণ্ডঘোষ ১ ব্লক কমিটির উখরিদ অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হলো চাগ্রামে ।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বর্ধমান শহর ১ নং এরিয়া কমিটির অন্তর্গত ৮ নং ওয়ার্ড এলাকার প্রবীণ কমিউনিস্ট কর্মী কেশবলাল দাস ও শেফালী কর্মকারের স্মরণসভা অনুষ্ঠিত হলো নাড়ি কলোনী সি পি আই এম অফিসের সামনে। স্মরণসভায় স্মৃতিচারণ করেন সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত্য মল্লিক। স্মরণসভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির প্রবীণ নেতৃত্ব দুলাল নাগ। দুই প্রয়াত কমরেডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব উত্থাপন করেন পার্টি এরিয়া কমিটির অন্যতম সদস্য অতনু হুই। কেশবলাল দাস ১৯৭৩,১৯৭৪ এবং ১৯৮১ সালে রেল ধর্মঘটে তিনি অংশগ্রহণ করেন ও রেল শ্রমিকদের সংগঠিত করার কাজে তিনি অন্যতম ভূমিকা পালন করেন। এই আন্দোলনে তাঁর চাকুরীর ক্ষতি হওয়া সত্বেও তিনি আন্দোলন থেকে সরে আসেন নি। অন্যদিকে প্রয়াত শেফালী কর্মকার তিনিও ১৯৭৪ সালে রেল শ্রমিক কর্মচারীদের ২১ দিনের ধর্মঘটে যখন তৎকালীন রাজ্য সরকারের পুলিশ, রেল পুলিশ, সিআরপিএফ রেল এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়, সেই সময় তিনি রেল কলোনিতে রেল শ্রমিক পরিবারকে রক্ষার জন্য অন্যান্য মহিলাদের সংগঠিত করে আন্দোলন গড়ে তোলেন ও নেতৃত্ব দেন। আজ এক কঠিন পরিস্থিতি চলছে গোটা দেশ এবং আমাদের রাজ্য জুড়ে। কেন্দ্রের মোদি সরকার গোটা দেশজুড়ে আমাদের দেশের জাতীয় সম্পদ রেল বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। সারাদেশে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি আগামী ২৬ শে নভেম্বর,২০ সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। একদিকে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন চলছে, অন্যদিকে এই রাজ্যের মমতা ব্যানার্জির সরকার গোটা রাজ্য টাকে রসাতলে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে । গত নবছরে এ রাজ্যে কর্মসংস্থান হয়নি। একটা কারখানা হয় নি। এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সামনের দিকে এগোতে হবে। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর অন্যতম নেতৃত্ব তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জী, পার্টি নেতৃত্ব অরিন্দম কোনার, মহিলা নেত্রী সুপর্ণা ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।