নুরুল ইসলাম: চিন্তন নিউজ:২৯শে সেপ্টেম্বর:- আজ অল বেঙ্গল মিউনিসিপ্যাল ওয়ার্কমেন্স ফেডারেশনের আহ্বানে মালদা ইংরেজবাজার মিউনিসিপ্যাল ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে পৌরসভা অফিসে প্রয়াত কমরেড শ্যামল চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে শোক প্রস্তাব পাঠ করেন ইউনিট সম্পাদক ও সিআইটিইউ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কম: মৃন্ময় বসাক, স্মৃতি চারন করেন সিআইটিইউ জেলা সভাপতি কম: প্রনব দাস, সিআইটিইউ শহর লোকাল কমিটির সভাপতি কম: নিলয় গাঙ্গুলী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কম: নুরুল ইসলাম, মহিলা সমিতির পক্ষে কম: রুনু কুন্ডু, ইউনিয়নের সহ সভাপতি কম: খুশী মোহন সাহা রায়, কার্যকরী কমিটির সদস্য কম: সুশান্ত কুমার দাস, কম: মানিক ঘোষ প্রমুখ।
এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের কার্যকরী সভাপতি ও সিআইটিইউ মালদা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কম: কৌশিক মিশ্র । কম: শ্যামল চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদান করেন কম: প্রনব দাস, কম: কৌশিক মিশ্র, কম: খুশী মোহন সাহা রায়, কম: মৃন্ময় বসাক, কম: রতন সাহা, কম: অশোক মজুমদার, কম: তরুণ কর্মকার, কম: দোস্ত মহম্মদ, কম: সামাদ সেখ, অধীর দাস সহ উপস্থিত সমস্ত সদস্যবৃন্দ ।