চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত , ২৭ শে ফেব্রুয়ারি – আর মাত্র কয়েকঘন্টা পরেই ব্রিগেড ভরে উঠবে বামপন্থী কর্মী, সমর্থকের স্লোগানে, মিছিলে, প্রতিবাদে। প্রতিবাদ কেন্দ্র রাজ্যের ভয়ানক মিথ্যাচারের বিরুদ্ধে, পেট্রোলের অস্বাভাবিক দাম বৃদ্ধি, সাধারণ সমস্ত দ্রব্যের মূল্যবৃদ্ধি, হিংসার বাতাবরণ, পুলিশী নির্যাতনের বিরুদ্ধে, মেয়েদের ওপর নেমে আসা আক্রমণের বিরুদ্ধে। কাল গর্জে উঠবে ব্রিগেড। কৃষক আন্দোলনের সমর্থনে ব্রিগেড গর্বিত হবে। এই জেলার বিভিন্ন জায়গায় তার ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ তৈরি হচ্ছে।
ভারতের কমিউনিষ্ট পার্টি মার্কসবাদী পূর্বস্থলী এরিয়া কমিটির মেড়তলা ও পূর্বস্থলী শাখার বিভিন্ন গ্রামে ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান করে প্রচার শেষে মিছিল ও পূর্বস্থলী ষ্টেশন বাজারে পথসভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণ সরকার, বাবলু মিদ্দে ও বীরেশ্বর নন্দী প্রমুখ।
কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কারণে মানুষের সমস্যা জর্জরিত অবস্থা, এই সমস্যার হাত থেকে সকলকে রক্ষা করতে ব্রিগেডের সমাবেশে চলুন – সকলকে এই আবেদন জানিয়ে গুসকরা পূর্ব এরিয়া কমিটি এলাকার গুসকরা শহরের ৫, ৬, ৭ নম্বর ওয়ার্ডে মিছিল পরিক্রমা করে।