মধুমিতা রায়: চিন্তন নিউজ:২৬শে ফেব্রুয়ারি:–
আজ দুর্গাপুরের,বি টি রণদিভে হলে অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি , পশ্চিম বর্ধমান জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি কমরেড জয়ন্ত চক্রবর্তী কর্মসূচির সূচনা করেন। পতাকা উত্তোলন, মাল্যদান পর্ব সেরে বি জোন এলাকা জুড়ে মিছিল সংঘটিত করা হয়। মিছিল ঘিরে ছিল উৎসুক জনতার ভিড়।
গণনাট্য সংঘ, দূর্গাপুর শাখার শিল্পী রা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। সম্মেলনে স্মারক বক্তৃতা রাখেন মাননীয় বিধায়ক সন্তোষ দেবরায় । উদ্বোধনী বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য অভিজিৎ ভঞ্জ । শোকপ্রস্তাব, প্রতিবেদন পাঠ করেন জেলা সম্পাদিকা সুজাতা পাল । এরপর জেলার সমস্ত জোনাল থেকে আগত প্রতিনিধিরা সম্মেলন স্হলে আলোচনা সমালোচনায় সরব হলেন। সভাস্থল শ্লোগানে শ্লোগানে মুখরিত হলো সংগঠনের সম্পাদক মোহন দাস পন্ডিতের আগমনে। রাজ্য সম্পাদকের প্রাঞ্জল বক্তব্য শিক্ষক শিক্ষিকাদের সমৃদ্ধ করলেন ।
বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ও শিক্ষক উভয়েই যে ভয়ংকর সংকটের মুখে তা উঠে এলো প্রতিনিধি আলোচনা ও রাজ্য সম্পাদকের বক্তব্যে র মধ্যে। উপস্থিত ছিলেন রাজ্য সোশ্যাল মিডিয়া র পক্ষে জয়দেব ঘোষ। সব শেষে সম্পাদিকার জবাবী ভাষণের মধ্য দিয়ে সংগঠনের শ্লোগান দিয়ে বার্ষিক সভা শেষ হলো।