জেলা

হুগলি জেলার সংবাদ


চিন্তন নিউজ:- জয়দেব ঘোষ:২৭শে এপ্রিল:– আজ ২৭শে এপ্রিল নারী শহীদ দিবস।যে নারীদের রক্তে ভিজে ছিল রাজপথ সেই নারীরা হলেন লতিকা,অমিয়া,গীতা ও প্রতীভা। সালটা ছিল ১৯৪৯ । সেদিন ডাক দিয়েছিলো “নিখিল বঙ্গ মহিলা আত্মরক্ষা কমিটি” কারাগারের অন্তরালে অনশনরত রাজবন্দিদের মুক্তি দিতে হবে।সে দাবি না মানায় নারীদের দীর্ঘ মিছিলে ধ্বনিত হয়েছিল রাজবন্দিদের মুক্তি চাই।ঐ মিছিলের উপর পুলিশের অকথ্য নির্যাতন লাঠি চার্জ, টিয়ার গ্যাস ও বুলেটের আঘাতে প্রান দিতে হয়েছিল নারীদের। তাঁদের স্মৃতি বিজড়িত পথ অতিক্রম করে ও ২০২১ শে দাঁড়িয়ে ঐ লড়াই এখনো জারি আছে। একদিকে কোলের সন্তান হারানোর বেদনা,অপর দিকে স্বামীর কাজ হারানোর যন্ত্রনা,আর অপর দিকে দাঁড়িয়ে থাকা হিংস্র শ্বাপদের লোলুপ দৃষ্টি গোটা সমাজ কে ব্যতিব্যস্থ করে তুলেছে। তাই সকল বাধাকে অতিক্রম করে আজ ও রাস্তায় কমরেড গন —- শেষ দেখার অপেক্ষায়।।

আজ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের হুগলী জেলা কমিটির সভাপতি সমীরণ মন্ডলের স্ত্রী বন্দনা মন্ডল আজ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। পরিবার এর প্রতি থাকলো গভীর সমবেদনা।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।