জেলা

হুগলি জেলার সংবাদঃ-


চিন্তন নিউজঃ- জয়দেব ঘোষঃ- পান্ডুয়া স্টেশনে সংযুক্ত কিষান মোর্চার ডাকা ২৭ তারিখের ধর্মঘটের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়। এস এফ আই রাজ্য সম্মেলনে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য নেতৃত্ব।উপস্থিত রাজ্য সভাপতি দেবাশীষ দত্ত, সাধারণ সম্পাদক মোহন দাস পন্ডিত,সহ সভাপতি সমর চক্রবর্তী সহ নদীয়া জেলা,জোনাল নেতৃবৃন্দ।

ইউরোপিয়ান ক্লাব আক্রমণের বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী মহান শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার-এর আত্মবলিদান দিবসে সারা ভারত ছাত্র ব্লক বাঁশবেড়িয়া লোকাল কমিটির শ্রদ্ধা নিবেদন। গতকাল ত্রিবেণী কালিতলা থেকে সি আই টি ইউ’র উদ্যোগে দ্বাদশ রাজ্য সম্মেলন উপলক্ষে গণ অর্থ সংগ্রহ করা হয়।

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার তারকেশ্বর চক্রের পক্ষ থেকে মাননীয় এস আই মহাশয়কে ডেপুটেশন দেওয়া হলো ।

স্নেহেন্দুবিকাশ দাশ স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক কমঃ জগন্নাথ ঘোষের হাতে পাঁচ হাজার (৫০০০) টাকা প্রদান করা হলো এবিপিটিএ, চণ্ডীতলা জোনাল শাখার পক্ষ থেকে । জোনাল শাখার পক্ষে প্রদান করলেন তারক কুণ্ডু, উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাহা, ওয়াশিম আলি , কৌশিক হালদার ।

সোমনাথ ঘোষঃ-শহীদ কমরেড স্নেহেন্দু বিকাশ দাসের ৫২ তম দিবসে গরলগাছা স্কুলে রক্তদান শিবির হয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন কমরেড দেবব্রত ঘোষ কমরেড দিলীপ পান ও ভক্তরাম পান সহ অন্যান্য নেতৃত্ব । বিকালে আলোচনা সভা আর এস এস এর বিপদ ও ধর্মনিরপেক্ষতার সংগ্রাম। আলোচক কমরেড দেবাশীষ চক্রবর্তী, সম্পাদক গণশক্তি পত্রিকা।

সুব্রত দাশগুপ্তঃ-২৭.৯.২১ সংযুক্ত মোর্চা কৃষক সংগঠন গুলির ডাকে ভারত বন্ধ কে সমর্থন জানিয়ে সি আই টি ইউ এবং সি পি আই এম ডানলপ,বাঁশবেড়িয়া ,চন্দ্রহাটি এরিয়া কমিটির উদ্যোগে ত্রিবেনী বাসস্ট্যান্ডে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমঃ সুব্রত দাশগুপ্ত। বক্তব্য রাখেন পার্টি এরিয়া কমিটির সম্পাদক কমঃ অনির্বান সরকার,কমঃশৈলেন বিশ্বাস,এবং যুব নেতা কমঃ রুদ্রপ্রসাদ চক্রবর্তী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।