জেলা

বীরভূমে বিভিন্ন দাবিতে ডেপুটেশন কর্মসূচি


শ্রীমন্ত মুখার্জি: চিন্তন নিউজ:১৫ই অক্টোবর:– সারাভারত কৃষকসভার ব্লক সমন্বয় কমিটির নেতৃত্বে ধানের সহায়ক মুল্য ২৫০০ টাকা প্রতি কুইন্টাল দামের দাবিতে মুরারই-২ (পাইকর) বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়।

বীরভূম জেলা নির্মাণকর্মী ইউনিয়নের (সিআইটিইউ) উদ্যোগে। সিউড়ি অ্যাসিসট্যান্ট লেবার কমিশনারকে ডেপুটেশন দেওয়া হ’ল।

কৃষক বিরোধী নয়া কৃষি আইন বাতিল সহ অন‍্যান‍্য দাবিতে সারাভারত কৃষকসভা, দুবরাজপুর ব্লক‍ কমিটির নেতৃত্বে বিডিও এবং বি এল আর ওর নিকট ডেপুটেশন পেশ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।