জেলা

হুগলি জেলার সংবাদঃ-


চিন্তন নিউজঃ- ৯ ই অগাষ্ট।জয়দেব ঘোষঃ- হুগলি জেলার পোলবা অঞ্চলে কৃষক সমিতির সন্মেলন অনুষ্ঠিত হলো। আজ রাইট টু এডুকেশন হুগলী জেলার ডাকে আজ শ্রীরামপুর এবিটিএ হলে কম: সুদর্শন রায়চৌধুরীর স্মরণসভা। উপস্থিত এবিপিটিএ র রাজ্য সাধারণ সম্পাদক মোহন দাস পন্ডিত ,রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যা মানসী চক্রবর্তী,জেলা সম্পাদক কমল মল্লিক,এবিটিএর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বেদব্যাস মুখার্জি,জেলা সভাপতি দিলীপ মুখার্জি,ওয়েবকুটার প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ, হুগলী জেলা দক্ষিণের সম্পাদক সুব্রত চ্যাটার্জি,অধ্যাপিকা জয়তী চক্রবর্তী সহ নেতৃবৃন্দ।প্রবীর দাস,দিলীপ মুখার্জি,কমল মল্লিক তিন জনের সভাপতিমণ্ডলী সভা পরিচালনা করেন।

আজ ত্রিপুরায় বিজেপির লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে সি পি আই এম হরিপাল ১এরিয়া কমিটির ডাকে হরিপাল স্টেশন বাজারে প্রতিবাদ মিছিল সংঘটিত হলো। ত্রিপুরার বর্বরোচিত ঘটনার প্রতিবাদে রাজ্য পার্টির আহ্বান সর্বত্র ধিক্কার মিছিল সংগঠিত হয়।আজ জাঙ্গীপাড়া ১ ও ২ নং এরিয়া কমিটির যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল বিকাল ৫টায় শুরু হয়৷ কেন্দ্রীয় পার্টি কার্য্যালয় থেকে মিছিল শুরু করে বিবেক মোড়, পোষ্ট অফিস ঘুরে পার্টি অফিসে শেষ হয়৷ মিছিলে ছিলেন কমরেড হরপ্রসাদ সিংহরায়, সুদীপ্ত সরকার, শ্যামল পালধী সহ দুটি এরিয়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দ৷গতকাল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সি.পি.আই (এম ) কেন্দ্রীয় কার্যালয়ে বর্বরচিত আক্রমনের প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হলো হুগলি জেলার সদর শহর চুঁচুঁড়া তেও এছাড়া বলাগড়ের শেরপুরেও প্রতিবাদ মিছিল হয়।

সোমনাথ ঘোষঃ-ত্রিপুরার ঘটনার প্রতিবাদে সি.পি.আই.(এম), চন্ডীতলা-১ এরিয়া কমিটির উদ্যোগে মশাট বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হোল। উপস্থিত ছিলেন স্বপন বটব্যাল,রঘুনাথ ঘোষ,দিলীপ সানকি,সোমনাথ ঘোষ, আশিস চ্যাটার্জ্জী,সঞ্জয় ঘোষ,সুদীপ্ত দাস,তপন মান্না,শিউলি মাঝি প্রমুখ নেতৃবৃন্দ‌।ত্রিপুরায় পার্টি রাজ্য ও জেলা দপ্তরে বিজেপির হামলার প্রতিবাদে তারকেশ্বর-১ এরিয়া কমিটির উদ্যোগে তারকেশ্বরে প্রতিবাদ মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন কমরেড স্নেহাশীষ রায় সহ বহু কমরেড গন।

সুব্রত দাশগুপ্তঃ-বি টি পি এস প্ল্যান্টের ৩ নং গেটে আজ বেলা ১১টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সহায়ক কর্মী ইউনিয়নের ডাকে গেট সভা করা হয়। ওয়ারকমেন্স ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন কমরেড দিলীপ কুমার ঘোষাল। এছাড়া বক্তব্য রাখেন সহায়ক কর্মী ইউনিয়নের কমিটি সদস্য ‌কমরেড সুব্রত দাশগুপ্ত এবং আহ্বায়ক শৈলেন বিশ্বাস । মিটিং স্থলে ২০ / ২৫ জন উপস্থিত থাকলেও গেটের ভিতর ৫শতাধিক বিদ্যুৎ কর্মী প্রায় ১ ঘন্টা ধরে বক্তাদের বক্তব্য শুনেছেন।তাছাড়াআজ বি পি টি এস প্ল্যান্টের ৩ নং গেটে শ্রমিক দের বেতন চুক্তি লাগু,বিদ্যূৎ বিল ২০২১ ,নয়া কৃষি আইন ও শ্রম আইন এর বিরুদ্ধে আগামী ২৭ শে সেপ্টেম্বর ভারত বন্ধ এর সমর্থনে সভা অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।