জেলা

কলকাতা জেলা নিউজ


চিন্তন নিউজ-: ২৯শে সেপ্টেম্বর:-কাকলি চ্যাটার্জী—-সাধারণ মানুষের দুঃখকষ্ট দেখে কেঁদে উঠত তাঁর মন, নারীদের সম্মান রক্ষার্থে, সমাজে নারীদের প্রতিষ্ঠার লড়াইয়ে এক লড়াকু সেনানী ছিলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। তাঁর ২০১ তম জন্মদিবস উপলক্ষে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বেলেঘাটা- জোড়ামন্দির-রাসমণি বাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে সম্মানিত করা হল এলাকার এমন ৩৫ জন শ্রমজীবী মহিলাকে যাঁরা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের কন্যাসন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। এছাড়া স্থানীয় ১০০ টি শিশুর হাতে শিক্ষাসামগ্ৰী ও কিছু শুকনো খাবার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্যা ও জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা পারমিতা সেন রায় এবং স্থানীয় নেতৃত্ব।

সার্টিফিকেট অফ ভেন্ডিং, লাইসেন্স, সচিত্র পরিচয়পত্র, কেন্দ্রীয় প্রকল্পের ঋনের ব্যবস্থা সহ একগুচ্ছ দাবিতে আগামীকাল কলকাতা স্ট্রীট হকার্স ইউনিয়নের(সিটু) কর্পোরেশন অভিযান সফল করার জন্য আজ অটো-মাইক সহযোগে প্রচার সংগঠিত করা হয়।

সংবাদদাতা–কাকলি মৈত্র:-পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কলকাতা জেলার উদ্যোগে শুরু হল স্যানিটাইজেশনের কাজ। কলকাতার মাণিকতলা ও কলুটোলা বস্তিতে স্যানিটাইজেশনের শুভ সূচনা করেন সংগঠনের সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র। কলকাতা জেলার সম্পাদক শেখ সোলেমান ও তপন সাহা প্রমুখ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ঐ অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।