জেলা

হুগলি বার্তাঃ–


চিন্তন নিউজঃ–দেবারতি বাসুলীঃ- প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে আজ সারা ভারত কৃষক সভার ডাকে সিঙুর বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। জমায়েতে বক্তব্য রাখেন শুভাশীষ দাশ,দেবকুমার পাল,দেবব্রত শীট,প্রভাত ব্যানার্জী। সভাপতি ছিলেন সুকুমার সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সৌমিত্র চ্যাটার্জী, অভিজিৎ সাঁতরা,সুবীর পাকিরা,প্রলয় সিংহরায়, সুশান্ত মালিক প্রমুখ

আজ খানাকুল-২ নং ব্লক কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে সম্প্রতি নিম্নচাপজনিত বর্ষায়১০০ শতাংশ নষ্ট হয়ে যাওয়া আলু, সরিষা,কড়াই, সবধরনের সবজীর ক্ষতিপূরণের দাবিতে খানাকুল-২ নং বি ডি ওর নিকট এবং কৃষি সহায়ক এর নিকট গণডেপুটেশন সম্পন্ন হল।নেপাল খাঁ ও গৌর জানা এর নেতৃত্বে ৮ সদস্যর প্রতিনিধি দল বি ডি ও অফিসে যান এবং জাহাঙ্গীর আলম ও হরিপদ মান এর নেতৃত্বে ৫ সদস্যর প্রতিনিধি দল কৃষি সহায়ক এর নিকট ডেপুটেশনে যান। প্রায় চারশতাধিক কৃষক- খেতমজুর অংশগ্রহণ করেন। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো।ডেপুটেশন চলাকালীন ব্লক অফিসের সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা নেতৃত্ব ভাষ্কর রায়। এছাড়া বক্তব্য রাখেন ব্লকের নেতৃত্ব নীলরতন দোলুই, অসীম বাগ। বক্তারা কৃষকদের দূরবস্থা, সময়মতো বোরোজল সরবরাহের দাবি, পরবর্তী মরসূমে কৃষি উপকরণ সরবরাহ করার দাবি, আকাশছোঁয়া দব্য মূল্যর বৃদ্ধি এবং রাজ্যসরকার ও কেন্দ্র সরকারের কৃষকদের প্রতি উদাসীনতার কথা তুলে ধরেন। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন সমীর পাল।

জয়দেব ঘোষ জানাচ্ছেন ২৪ তম হুগলী জেলা সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে১৯নং শাখার দেওয়াল লিখন চলছে। হুগলি জেলার তারকেশ্বরের মোহনবাটী গ্রামে বিকল্প শিক্ষা দানের কর্মসূচি গত ছয় মাস ধরে চলছে ।

ব্যাঙ্ক বেসরকারীকরণের প্রতিবাদে আগামী ১৬-১৭ ডিসেম্বর’২১ দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে চন্দননগরে ব্যাঙ্ক এমপ্লয়িজ’ ফেডারেশন হুগলী জেলা কমিটির আহ্বানে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ও প্রতিবাদ সভা পালিত হয়।

সোমনাথ ঘোষ জানাচ্ছেন জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষকদের কমপক্ষে ১৫০০০ টাকা ক্ষতিপূরণের দাবিতে চন্ডীতলা ১ নং ব্লক কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে চন্ডীতলা ১ নং বিডিও কাছে ডেপুটেশন মশাট বাজারে বিক্ষোভ মিছিল প্রতীকি অবরোধ করা হয়।আজকের কর্মসূচিতে ভক্তরাম পান, রঘুনাথ ঘোষ, সোমনাথ ঘোষ ,আশীষ চ্যাটার্জি আজিম আলি, অশোক নিয়োগী ঝর্ণা ময়রা সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।