–
চিন্তন নিউজঃ-দেবারতি বাসুলীঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার ধনিয়াখালী জোনের প্রথম সম্মেলনের উদ্বোধন করেন সুরজিৎ ঘোষ। উপস্থিত আছেন জেলা সম্পাদক কমল মল্লিক, জেলা সভাপতি মানস রঞ্জন ভঞ্জ, সম্পাদক মন্ডলীর সদস্য গোপাল দাস, জয়ন্ত কুমার দে, বিমল পাখিরা।
ভারতের ছাত্র ফেডারেশন কোন্নগর আঞ্চলিক কমিটির অন্তর্গত কোন্নগর লিগ্যাল স্টাডিজ ইউনিটের পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন শিক্ষামন্ত্রী সুদর্শন রায় চৌধুরী ও যুব ফেডারেশন কর্মী শহীদ মইদুল ইসলাম মিদ্দ্যার স্মরণে ‘শ্রীপালি’ অনুষ্ঠান ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন ডাঃ অভিষেক ওঝা। উপস্থিত ছিলেন এসএফআই হুগলী জেলা কমিটির সম্পাদক নবনীতা চক্রবর্তী, জেলা সভাপতি অর্ণব দাস, কোন্নগর আঞ্চলিক কমিটির সম্পাদক শুভঙ্কর পাল, সভাপতি সুফল সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট কমিটির সম্পাদক দেবজিৎ সাহা, সভাপতি রিচিতা রায়, ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব অভিজিৎ চক্রবর্তী, কিশালয় ঘোষ, তপন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ১৪জন ছাত্রী সহ মোট ৩০জন রক্তদাতা রক্তদান করেন।
গতকাল হুগলি জেলার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীরামপুর বৈদ্যবাটী জোনাল কমিটির তৃতীয় জোনাল সম্মেলন ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির খানাকুল জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়।ঐ জোনাল এলাকার বিভিন্ন এলাকা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি উল্লেখযোগ্য।
ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) মগরা-দিগসুই- সপ্তগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে আজ মগরা শহীদ স্মৃতি ভবনের সম্মুখে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উদ্বোধন করেন হুগলী জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সভাপতি, সম্পাদক সহ সকল শাখা সম্পাদক এবং সদস্য সদস্যাবৃন্দ।মোট ৭০ জন রক্তদাতা রক্তদান করেন।
জয়দেব ঘোষ জানাচ্ছেন সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ হুগলী জেলা কমিটি ও সংগঠনের চন্দননগর আঞ্চলিক কমিটির প্রাক্তন সম্পাদক নিরঞ্জন ভট্টাচার্যের স্মরণসভা চন্দননগর যুগীপুকুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য নিরঞ্জন ভট্টাচার্য গত ১৫ই সেপ্টেম্বর ৮৪ বছর বয়সে বার্দ্ধক্যজনিত কারণে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হন।
সভায় উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন জেলার গণআন্দোলন ও উদ্বাস্তু আন্দোলনের অন্যতম প্রবীণ নেতা রেবতী সাহা, জেলার গণআন্দোলনের নেতা জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, সংগঠনের জেলা কমিটির সভাপতি দেবগোপাল চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদক সোমনাথ চক্রবর্তী ও চন্দননগর আঞ্চলিক কমিটির সম্পাদক গোলাপ দে। সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন গোপাল ভৌমিক।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চন্দননগর আঞ্চলিক কমিটির সভাপতি নয়ন রায়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস' উপলক্ষ্যে সি পি আই এম শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সি পি আই এম হুগলী জেলা কমিটির সদস্য সুমঙ্গল সিং, মিঠুন চক্রবর্তী, শ্রমিক নেতা প্রবীর ভট্টাচার্য, প্রাক্তন ছাত্র নেতা তমোঘ্ন ঘোষ রায়, যুব নেতা প্রতীক চক্রবর্তী ও অন্যান্য বক্তারা। সভাপতিত্ব করেন প্রবীণ পার্টি নেতা মনোজেন্দ্র লাহিড়ী।