জেলা

পশ্চিম বর্ধমান জেলা নিউজ


চিন্তন নিউজ:২৪শে আগস্ট:- সংবাদদাতা- শেলী মন্ডল:- দুর্গাপুরের সিটি সেন্টারে বাম কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ আছড়ে পড়লো রেশন অফিস এর সামনে।”কোভিড-১৯ এর এই মহামারি’র পরিস্থিতিতে সরকারের ঘোষণাকৃত মাথাপিছু ১০কেজি করে খাদ্যসশ্য বিনামূল্যে দিতে হবে, যাদের রেশনকার্ড নেই তাঁদের ডিজিট্যাল কার্ড যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে।
এই দাবীতে আজ সিটি সেন্টার রেশন দপ্তরে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন অনুষ্ঠিত হলো।

সংবাদদাতা শাশ্বতী মিত্র, রাণীগঞ্জ- থেকে জানিয়েছেন, স্বাস্থ্য সচেতনার বার্তা নিয়ে এআইডিডব্লিউএ (AIDWA) রানীগঞ্জ আঞ্চলিক কমিটি আজ বল্লভপুরের হাটে। বিক্রেতা ক্রেতাদের মধ্যে ৩০০ মাস্ক বিতরন করা হয়। সাথে এই করোনা অতিমারি থেকে কি ভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ক লিফলেট ও বিতরণ করা হয়।

সংবাদদাতা শাশ্বতী মিত্র, আর‌ও জানান, – গত ২২শে আগস্ট মিড-ডে-মিল কর্মী ইউনিয়ন এর রানীগঞ্জ আঞ্চলিক কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয়। পেটের খিদে করোনার আতঙ্ককে ও হার মানায়। অতিমারি জনিত সব বাধাকে দূর করে এই প্রকল্পের শ্রমজীবি মহিলারা সিআইটিইউ এর পতাকা তলে সংঘবদ্ধ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।