জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-১৫ই ডিসেম্বর:– জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ঃ- ভারতের কমিউনিস্ট পার্টি (মাঃ) ২৪ তম হুগলী জেলা সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে হিন্দমোটর-কোতরং এরিয়া কমিটির উদ্যোগে কোতরং ২ নং বাজার সংলগ্ন ‘শুভলগ্ন’ অনুষ্ঠান বাড়ির সামনে ১৫ই ডিসেম্বর একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টিনেতা দেবীপ্রসাদ বসুরায়। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন যুবনেতা প্রণব দাস, সি.আই.টি.ইউ. হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য বিশ্বজিৎ ঘোষ,পার্টিনেতা মনীন্দ্র চক্রবর্তী, ভারতের ছাত্র ফেডারেশন, হুগলী জেলার সভাপতি অর্ণব দাস প্রমুখ।

দেবারতি বাসুলীঃ- সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে আজ ১৪৷১২৷২১তাং এ গোঘাট একনম্বর ব্লকের বিডিও র নিকট গোঘাট থানা কৃষক সমিতির নেতৃত্বে গণডেপুটেশন দেওয়া হয।মোট এগারো দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে বি ডি ও কে ।সভাতে সভাপতিত্ব করেন ভাস্কর রায ।বক্তব্য রাখেন ক্ষেতমজুর ইউনিয়ন এর গোঘাট থানা কমিটির সম্পাদক তরুণ ঘোষ, কৃষক নেতা অভয় ঘোষ, অরুন পাত্র, দীপক লাহা ,সিটু নেতা তিলক ঘোষ ।গোঘাট থানা কৃষক সমিতির সম্পাদক দীপক লাহা ও মহঃ ইযাসিন এর নেতৃত্বে সাত জনের প্রতিনিধি দল ডেপুটেসন এর যান।প্রায একশোর বেশী মানুষ ডেপুটেশন এ যোগ দেন ।

জয়দেব ঘোষঃ-সি পি আই (এম) ২৪তম হুগলী জেলা সন্মেলন উপলক্ষে সেজে উঠছে আরামবাগ। আরামবাগ ২নম্বর এরিয়া কমিটি এলাকার কাবলে মোড়ে গেটমিটিং।

আরামবাগে সি.পি.আই.(এম), হুগলী জেলা কমিটির আসন্ন ২৪ তম সম্মেলন উপলক্ষে চন্ডীতলা-১ ব্লকের শিয়াখালায় দেওয়াল লিখন। সারা ভারত খেতমজুর ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বায়নে কোলকাতা সমাবেশে র দেওয়াল লেখার কাজ চলছে মশাটে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।