চিন্তন নিউজঃ-আব্দুল মাজিদঃ-সারাভারত কৃক সভা ধনিয়াখালি ব্লক কমিটি ২৩তম সম্মেলন ধনিয়াখালি পার্টি অফিসে অনুষ্ঠিত হয়। কৃষক সভার পতাকা উত্তোলন করেন কমঃ দিলিপ মুখার্জী ১৮টি অঞ্চলের প্রতিনিধি ও দর্শক মিলিয়ে ১০৮ জন উপস্থিত ছিল। দিলিপ মুখার্জী, তাপস ঘোষ সম্মেলন পরিচালনা করেন। সম্পাদকীয় রিপোর্টের উপর ১৮ জন কমরেড আলোচনা করেন। জেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন কমরেড মাজিদ মণ্ডল ও স্হেনাশীষ রায় । সম্মেলন থেকে ৩৫ জন ব্লক কমিটি ও ১১ জনের সম্পাদক মণ্ডলী এবং ১৫ জনের জেলা প্রতিনিধি নির্বাচিত হয়। সম্মেলন থেকে সভাপতি কমরেড তাপস ঘোষ সম্পাদক কমরেড কমরেড শক্তি দাস নির্বাচিত হয়।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বলরামবাটিতে শুরু হল সারা ভারত কৃষক সভার সিঙ্গুর থানা কমিটির ১৭ তম সম্মেলন।
সারা ভারত কৃষক সভার সিঙ্গুর থানা কমিটির সম্মেলনে উদ্বোধন করলেন সারা ভারত কৃষক সভার হুগলী জেলা সম্পাদক কম্ ভক্তরাম পান।