চিন্তন নিউজ:১৯শে নভেম্বর:- সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-চন্ডীতলা ১ এরিয়া কমিটির কুমীরমোড়া মান্নাপাড়ায় ৪ টি বুথ নিয়ে ধর্মঘটের সমর্থনে পথসভা হলো।
বক্তব্য রাখেন কমঃ ভক্তরাম পান ও আজিম আলি। সভাপতিত্ব করেন কমঃ অমল মান্না।
সোমনাথ ঘোষ– শ্রীরামপুর:-২৬শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে চন্ডীতলার আঁইয়া এলাকার আকুনিতে পাড়া বৈঠক চলছে।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর-২৬ শেষ নম্ভেবর ধম’ঘটের সমথ’নে,ও ২০ শে নম্ভেবর শিয়াখালা থেকে জঙ্গল পাড়া পদযাএার প্রচার এবং ক্ষেতমজুর সদস্য সংগ্রহে ১১৪ নম্বর হরিরামবাটি বুথে বাড়ি, বাড়ি প্রচারে আমরা।
জয়দেব ঘোষ:- :-“”৩৬৪ দিন ভালো থাকতে চাই
১ দিনের হরতাল দেশজুড়ে তাই””
৭ দফা দাবীর ভিত্তিতে ,অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক কৃষক মেহনতী মানুষের স্বার্থে শেওড়াফুলি -বেদ্যবাটী এড়িয়া কমিটির ছোটোবেলু শাখা এলাকায় ধর্মঘটের সমর্থনে দেওয়াল লেখা কাজ শুরু হলো।
জয়দেব ঘোষ:- -২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ নালিকুলে মহিলা সমিতির উদ্যোগে পথসভা হোল।
জয়দেব ঘোষ:- :-২৬শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ এবিটিএ ও এবিপিটিএ’র উদ্যোগে হরিপালে পথসভা হোল। এ রাজ্যে এ্যালয় স্টিল, ব্রীজ এন্ড রুফ,বেঙ্গল কেমিক্যাল, বার্ন স্ট্যান্ডার্ড, কনটেইনার করপোরেশন অব ইন্ডিয়া , সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড, এনটিপিসি পরিচালিত ক্যাপ্টিভ পাওয়ার প্লান্টের বিলগ্নীকরন ।
হুগলি জেলাতেও একই অবস্থা। দেশের মধ্যে গর্বের প্রতিষ্ঠান ডানলপ কারখানা ,সেটা উঠে গেল । হিন্দুস্থান মোটরস একই অবস্থা। আক্রমণ শুরু হয়েছে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ শিল্প ডানকুনির মাদার ডেয়ারিতে ,কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত্ব কারখানা কোল ইন্ডিয়ায়। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ আক্রমণ – উদাসীনতায় কোল ইন্ডিয়ায় আজ শোচনীয় অবস্থা। জেলার চটকল গুলিতে মালিকদের দৌরাত্ম্য চলছে ।শ্রমজীবী মানুষের অধিকার প্রতিদিন আক্রান্ত হচ্ছে। ইন্ডিয়া জুটমিল ২৮ মাস বন্ধ, রাজ্য সরকার ও শ্রম দপ্তর হাত গুটিয়ে বসে আছে। অসংগঠিত ক্ষেত্রের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি সরকারী আক্রমণের শিকার। এসব কিছুর প্রতিবাদে আগামী ২৬শে নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে সভা। ধর্মঘটের ৭ দফা কেন্দ্রীয় দাবী :
১ আয়করের আওতাভূক্ত নয়, এমন প্রতিটি পরিবারের জন্য প্রতি মাসে নগদ ৭৫০০ টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
২ ঐ সমস্ত পরিবারকে মাথাপিছু দশ কেজি করে খাদ্যশস্য দিতে হবে।
৩ গ্রামীন রেগা প্রকল্পে ২০০ দিনের কাজ নিশ্চিত করতে হবে,এই প্রকল্প শহরেও চালু করতে হবে।
৪ সংসদে জবরদস্তি করে পাস করানো শ্রমকোড বাতিল করতে হবে ।
৫ কৃষি ও কৃষকের স্বার্থ বিরোধী তিনটি কৃষি আইন বাতিল করতে হবে ।
৬ রাষ্ট্রায়ত্ত্ব শিল্পসংস্থায় ঢালাও বেসরকারীকরণ বন্ধ করতে হবে । বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও সরকারি সংস্থায় চাপিয়ে দেওয়া বাধ্যতামূলক অবসর প্রকল্প বাতিল করতে হবে।
৭ অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প সহ সার্বজনীন পেনশন চালু করতে হবে ।
জয়দেব ঘোষ-পান্ডুয়া:- আগামী ২৬শে নভেম্বর বামদলগুলি ও ট্রেডইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে আজ ডানকুনিতে ফুটবল খেলার মাঠের পাশে প্রচার কর্মসূচি চলছে , অনেকেই বক্তব্য রাখেন।