জেলা

হুগলি জেলার সংবাদঃ-


জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ঃ চিন্তন নিউজ: কোতরং, ৫ সেপ্টেম্বর- প্রয়াত বামপন্থী সমাজকর্মী ও গরীব শ্রমজীবী মানুষের দরদী বন্ধু অভিজিৎ চক্রবর্তীর স্মরণে রবিবার স্বাস্থ্য পরীক্ষা শিবির ও মরণোত্তর চক্ষুদানের, অঙ্গদানের অঙ্গিকার পত্র গ্রহণের শিবির হয় কোতরং সুকান্তনগর বৃদ্ধাঙ্গন প্রাঙ্গনে। প্রয়াত অভিজিৎ চক্রবর্তী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে এই কর্মসূচী হয়। ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর আকস্মিকভাবে হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হয়ে সমাজকর্মী অভিজিৎ চক্রবর্তী মানুষের কাছের (বাবলু) প্রয়াত হন। তার মৃত্যুর পর এলাকায় প্রয়াত সমাজকর্মীর স্মৃতিকে সামনে রেখে গড়ে উঠেছে অভিজিৎ চক্রবর্তী মেমোরিয়াল ট্রাষ্ট। মূলত হিন্দমোটর-কোতরং এলাকার গরীব শ্রমজীবী মানুষদের সহায়তা সহ বহুমুখী সামাজিক কর্মসূচীর জন্যই এই ট্রাষ্ট গঠিত হয়েছে। এদিন শিবির উদ্বোধন করেন প্রয়াত সমাজকর্মীর কন্যা অস্মিতা চক্রবর্তী। ইসিজি, রক্তচাপ, ব্লাডসুগার, কোলেষ্টেরল পরীক্ষা ও করা হয় এদিনের শিবিরে। সাধারণ স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ ও করা হয়। অ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টারের সহায়তায় ব্লাড সুগার ও কোলেষ্টেরল পরীক্ষার শিবির ও হয়েছিলো।আগামী ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় হিন্দমোটর দীনেন স্মৃতি ভবনে প্রয়াত অভিজিৎ চক্রবর্তীর তৃতীয় মৃত্যুদিবসে স্মারক বক্তৃতা হতে চলেছে। বিজ্ঞান মনস্কতা ও বর্তমান ভারতবর্ষ বিষয়ে আলোচনা করবেন জনবিজ্ঞান আন্দোলনের সংগঠক অধ্যাপক ডঃ শ্যামল চক্রবর্তী।

এদিন স্বাস্থ্যশিবির পরিচালনায় সহযোগিতা করেন পিপলস রিলিফ কমিটি উত্তরপাড়া-কোতরং শাখা,কোতরং সুকান্তনগর এলাকার বয়স্কদের সংগঠন কোতরং বৃদ্ধাঙ্গন, বন্ধু কর্নিয়া কেন্দ্র, পশ্চিমবঙ্গ মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, অ্যাপেলো ডায়াগনষ্টিক প্রভৃতি সংগঠন। অভিজিৎ চক্রবর্তী মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান কল্যাণব্রত পাল, ট্রাষ্টের সাধারণ সম্পাদক পৃথ্বীশ ভট্টাচার্য,  সদস্য রজত ব্যানার্জী, তনয় দাশগুপ্ত, সুপ্রিয় মজুমদার, দেবীপ্রসাদ বসু রায়, দীপঙ্কর সরকার, দীপালী দাশগুপ্ত, সরস্বতী হালদার, রতন ঘোষ, প্রয়াত অভিজিৎ চক্রবর্তীর স্ত্রী সুমিতা চক্রবর্তী প্রমুখরা ট্রাষ্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধানত কোতরং হিন্দমোটর এলাকার গরীব শ্রমজীবী মানুষের জন্য জনহিতকর বহুমুখী কর্মসূচী গ্রহন করা হবে। তার মধ্যে প্রধানত হবে বিনামূল্যে স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ প্রদান করা। অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা প্রভৃতি। এলাকার দুঃস্থ মানুষজনকে সাহায্য সহযোগীতা করাই ছিলো প্রধান লক্ষ্য। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট  চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ শ্যামল সরকার, আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ অভিষেক ওঝা, ডাঃ অমিতাভ আঢ্য, ডাঃ নীলাঞ্জন নন্দী, ডাঃ সৌরভ কুন্ডু। ৫ সেপ্টেম্বরে ২০২১ তারিখ এই মেমোরিয়াল ট্রাষ্টের যাত্রা শুরু হল স্বাস্থ্যপরিক্ষা শিবিরের মাধ্যমে। এদিন সর্বমোট ৫৫ জন শিবিরে দেহদান সহ অঙ্গদানের অঙ্গীকার করেন। ৯০ জন চিকিৎসকের পরামর্শ নেন। ৪০ জন প্যাথোলজিক্যাল টেষ্ট ও ১৭ জন ইসিজি করান।  এদিন পুরো কর্মসূচী ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।