দেবপ্রসাদ মন্ডল: চিন্তন নিউজ:২৭শে জুন:- উড়িশ্যায় কর্মরত মালদা জেলার পরিযায়ী শ্রমিক আলিউল সেখ লকডাউন বেড়ে যাওয়ার কারণে , খাওয়ার অসুবিধা ও বাড়ি আসতে না পারার জন্য মানসিক অবসাদে বেশ কিছুদিন আগে ফাঁসি লেগে আত্মহত্যা করেছেন। তারপর সেই পরিযায়ী শ্রমিকের মরদেহ বাড়িতে নিয়ে আসার পরে শেষকৃত্য সম্পন্ন করা হয় কালিয়াচকেই । আজকে সিপিআই(এম) কালিয়াচক-১ এরিয়া কমিটির পক্ষ থেকে নেতৃত্বগণ মৃত আলিউল সেখের বাড়িতে উপস্থিত হয় । এই পর্যন্ত জেলায় মোট মৃত পরিযায়ী শ্রমিকের সংখ্যা ১৬ জন । সকলের বাড়িতে যাওয়া হয়েছে ।
আজকে সেই মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে সিপিআই(এম) সহ সমস্ত বামপন্থী গনসংগঠন শ্রমিক, কৃষক, খেতমজুর, মহিলা, ছাত্র যুব পক্ষ থেকে কিছু খাদ্যসামগ্রী,শুকনো খাবার, বাচ্চাদের জন্যে হরলিক্স ,বস্ত্র সহ কিছু আর্থিক সাহায্য করা হয়। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক অম্বর মিত্র, জামিল ফিরদৌস (রাজ্য কমিটির সদস্য) সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বগণ ।