সুভাষ ধুল: চিন্তন নিউজ:৮ই জুন:- পরিযায়ীদের দু’মাসের জন্য কুপন দেবে রাজ্যসরকার, মিলবে না স্থায়ী রেশনকার্ড। কুপন পিছু প্রত্যেক মাসে মিলবে ৫ কেজি করে চাল আর পরিবারের জন্য এক কেজি ছোলা। শূন্য হাতে ফিরে আসা মানষগুলোর কোন অভাব এতে মিটবে? বামপন্থীদের দাবি ট্যাক্স দেন না এমন প্রত্যেক পরিবারের একাউন্টে কেন্দ্র ও রাজ্যের তরফে পৌঁছে দিতে হবে ৭৫০০ টাকা।
যতদিন কোনো সুরাহা না হচ্ছে ততদিন এলাকার মানুষের চাহিদাকে সম্মান জানিয়ে সি পি আই (এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির বাকসাড়া ৪ শাখার উদ্যোগে শুরু হল ‘আপনার রান্নাঘরে’। নত হয়ে নয়, নিজ অধিকারে প্রান্তিক মানুষদের আসার আহ্বান জানালেন বামপন্থী কর্মীরা। প্রথমদিনেই অতিথি ১০০০ জন। তত্ত্বাবধানে ছিলেন হাওড়া জেলা সিপিআই(এম) পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড স্বপ্না ভট্টাচার্য্য, কমরেড সমীর সাহা ,কমরেড সুমিত্র অধিকারী এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য্য।