জেলা

হুগলী জেলা সংবাদ


জ্যোতি কৃষ্ণ চট্টোপাধ্যায়: চিন্তন নিউজ:২১শে জুন:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) উত্তরপাড়া-মাখলা এরিয়া কমিটির ১৬ নম্বর ওয়ার্ডের পার্টি শাখার উদ্যোগে ২১ জুন, ২০২০ রবিবার জয়কৃষ্ণ স্ট্রিট এ অবস্থিত ‘বসুন্ধরা’ অনুষ্ঠান বাড়িতে “জনতার রান্নাঘর” এর মাধ্যমে ৩০০ জনের অধিক মানুষের কাছে রান্না করা খাবার দেওয়া হয়েছে।

“জনতার রান্নাঘর” এ উপস্থিত ছিলেন প্রবীণ পার্টি নেতা শান্তশ্রী চ্যাটার্জি, পার্টির হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, উত্তরপাড়া-মাখলা এরিয়া কমিটির সম্পাদক সলিল দত্ত, সুনীল দত্ত, শঙ্কর মুখার্জি প্রমুখেরা। সকলকে ধন্যবাদ জানান পার্টি শাখার সম্পাদক সমরেন্দ্র দাস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।