জেলা রাজ্য

দায়বদ্ধতার নাম ‘বালি মিলেনিয়াম ক্লাব।’


কুন্তল মুখার্জি: চিন্তন নিউজ:২২শে জুন:– প্রগতিশীল চিন্তা চেতনায় আস্থা রেখে লকডাউন এবং পরবর্তীতে আমফান বিধ্বস্ত পরিবারের প্রতি দায়বদ্ধতায় সোচ্চারে যে নাম দাবী জানানোর স্পর্ধা রাখে সেটা হল ‘বালি মিলেনিয়াম ক্লাব।’ বর্তমান ক্লাব কালচারের জোয়ারে সামিল না হয়ে মানবিকতার প্রতি দায়বদ্ধতায় এগিয়ে ক্লাবের সদস্য বন্ধুরা।

আমফান তছনছ করে দিয়েছে সুন্দরবন ও সংলগ্ন এলাকার গ্ৰামগুলো। সাগর ব্লকের হরিণবাড়ি এরকমই এক গ্ৰাম যেখানে সরকারি সাহায্য পৌঁছেছে আংশিক ভাবে, বঞ্চিত শাসক দলের বিরোধী পরিবারগুলো। স্থানীয় পঞ্চায়েতের কর্তাব্যক্তিরা নবান্নদেবীকে তুষ্ট করতে বাইরের কোনো সাহায্য গ্ৰহণ করতে না দেওয়ার পক্ষে। সদিচ্ছা থাকলে উপায় একটা ঠিকই বের করা সম্ভব। পরোক্ষভাবে প্রশাসনের আংশিক সহযোগিতায় বালি মিলেনিয়াম ক্লাব আজ হরিণবাড়ি গ্ৰামের ৩৫০ টি পরিবারকে বাড়িয়ে দিল সাহায্যের হাত। কিছুদিনের জন্য অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্ৰামবাসীরা। আগামী দিনগুলোতেও জারি থাকবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোর প্রয়াস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।