জেলা

নারী তুমি অর্ধেক আকাশ-


শর্মিষ্ঠা দাস: চিন্তন নিউজ:২২শে জুন:—–সীমাবদ্ধ নয় খাতার পাতায়, প্রত্যেক দিন লড়াইয়ের ময়দানে, নারী সমাজকে সংগঠিত করে চেতনার মান উন্নয়ন করার লক্ষ্যে নিরলসভাবে কাজের মধ্যে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। হাওড়া জেলাও এর ব্যতিক্রম নয়।

লকডাউনের দুর্দশার মধ্যেই হাজির আমফান। হাওড়া জেলার সর্বত্র না হলেও কিছু অংশে এর প্রভাব পড়েছে বেশ ভালোই। তার ওপর আছে ত্রাণ নিয়ে প্রশাসনের চরম দলবাজি এবং লড়াকু কমরেডদের পরিবারের ওপর শারীরিক ও মানসিক আক্রমণ। তবুও আজ এই প্রতিকূলতার মধ্যে উলুবেড়িয়া জোয়ারগোড়ী গ্ৰাম পঞ্চায়েতের বাড় বাঙালপুর গ্ৰামে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গেল মহিলা সমিতির জেলা নেতৃত্ব। মূলত জেলা কমিটির তত্ত্বাবধানে আঞ্চলিক কমিটির সহায়তায় প্রান্তিক পরিবারগুলোতে এক ঝলক খুশীর হাওয়া।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।