জেলা

হুগলি বার্তাঃ–


চিন্তন নিউজঃ-১২/০৮/২০২২– ? পার্থ চ্যাটার্জীঃ-আজ সম্মিলিত বাস্তুহারা পরিষদের (ucrc) জন্মদিন। এই উপলক্ষে পরিষদের ১নং ওয়ার্ড কমিটির পক্ষথেকে হরিদ্রাডাঙ্গা মদনমোহন কলোনী তে এই দিবস পালিত হয়েছে। পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদান করেন পরিষদের বরিষ্ঠ নেতা রবীন্দ্রনাথ সরকার। আজকের দিনের তাৎপর্য বিশ্লেষণ করেন পার্থ চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ সরকার। উপস্থিত ছিলেন এলাকায় প্রাক্তন জনপ্রতিনিধি জয়ন্ত চট্টোপাধ্যায় সহ পঁচিশ জন মানুষ। এর মধ্যে মধ্যে মহিলাদের সংখ্যা দশ জন।

দেবারতি বাসুলীঃ-সুনির্দিষ্ট তিনটি দাবিতে আজ এ বি পি টি এ এবং এ বি টি এ -র উদ্যোগে যৌথ রাজভবন অভিযানের বিশাল মিছিলকে রানী রাসমণি এভিনিউয়ে পুলিশ বাহিনী ব্যারিকেড করে আটকে দেয়। ABTA সাধারণ সম্পাদক সুকুমার পাইন ও ABPTA সাধারণ সম্পাদক মোহনদাস পন্ডিতের নেতৃত্বে ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে চাইলে শিক্ষকদের সঙ্গে পুলিশের রীতিমত ধস্তাধস্তি শুরু হয়। এই সময় পুলিশ একাধিক নেতৃত্ব ও শিক্ষক, শিক্ষিকাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাতে একাধিক নেতৃত্ব ও সাধারণ শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন । কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য্য(সভাপতি-এবিটিএ),দেবাশীষ দত্ত(সভাপতি- এ বি পি টি এ),মল্লিকা সাহা(সহ-সভাপতি-এবিটিএ),মিরা ঘোষ (সহ সভাপতি, এবিপিটিএ),মহম্মদ আলাউদ্দিন (কোষাধ্যক্ষ-এবিপিটিএ),মানসী চক্রবর্তী (কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য-এবিপিটিএ),অর্চনা বিশ্বাস (এবিপিটিএ নদীয়া জেলা সম্পাদিকা),শিউলি বিশ্বাস সরকার(সদস্যা,এবিটিএ),সুকুমার পাইন(সম্পাদক-এবিটিএ),জয়দেব ঘোষ (হুগলী জেলা সহ সম্পাদক-এ বি পি টি এ),কার্তিক মাইতি(এবিপিটিএ-কলকাতা জেলা),কাকলি চ্যাটার্জী ( হাওড়া জেলা- এবিপিটিএ) সহ বহু শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন আজ।

জয়দেব ঘোষঃ-“ফেঁসে গেল ফেঁসে গেল হনুব্রতর ঢোল”

তৃণমূল মস্তান গরু চোর অনুব্রত মন্ডলের গ্রেপ্তারের পর,
শ্রীরামপুরে SFI হুগলী জেলার ডাকে
ঢ্যাঁড়া পিটিয়ে, নকুলদানা, গুড় বাতাস খাইয়ে
প্রচারাভিযান।

“চোর ধরো, জেল ভরো”

আজ ১১.০৮.২০২২তারিখ ২০ ও ২১ নং ওয়ার্ডে বামফ্রন্টের ডাকে”চোর ধরো,জেল ভরো”
স্লোগানকে সামনে রেখে স্কোয়াড মিছিল ও পথসভা!এবং বিলি করা হলো নকুলদানা,গুড়- বাতাসা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।