চিন্তন নিউজঃ-১০/০৮/২০২২:– জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ঃ- হিন্দমোটর কোতরং এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন “অভিজিৎ চক্রবর্তী মেমোরিয়াল ট্রাস্ট” এবং উত্তরপাড়ার “বন্ধু কর্ণিয়া কেন্দ্র” যৌথ উদ্যোগে ১০ আগস্ট, ২০২২ ভদ্রকালী শ্রীসারদামনি গার্লস হাইস্কুল ও ভদ্রকালী ষষ্ঠীতলা লেনে অবস্থিত খ্রিষ্টান মিশন সার্ভিস পরিচালিত বয়েজ হোমে থ্যালাসেমিয়া সচেতনতা প্রচার ও থ্যালাসেমিয়া নির্ণায়ক রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এখানে রক্ত সংগ্রহ করেন কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে আগত স্বাস্থ্য কর্মীরা। ভদ্রকালী শ্রীসারদামনি গার্লস হাইস্কুলে ৮২ জনের এবং ভদ্রকালী খ্রিষ্টান মিশন সার্ভিস পরিচালিত বয়েজ হোমে ৬৮ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপস্থিত ছিলেন জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, প্রনব দাস, দেবীপ্রসাদ বসুরায়, বিশ্বজিৎ ঘোষ, মনোজ মুখার্জী, তনয় দাশগুপ্ত, সুপ্রিয় মজুমদার, সমীর কয়াল, হিল্লোল সিনহা, অনুপ রায়চৌধুরী, অমিত গোস্বামী, প্রদীপ কোলে, সুজয় সাহা ও অন্যান্যরা।
দেবারতি বাসুলীঃ-আজ তুমুল বৃষ্টি কে উপেক্ষা করে এবিপিটিএ পুরশুরা জোনাল কমিটির পক্ষ থেকে বিডিও পুরশুরাকে এমডিএম (MDM) নিয়ে ডেপুটেশন দেওয়া হলো।শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল নজর কাড়া। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য,জোনাল সম্পাদক,সভাপতি,পুরশুরা উত্তর ও দক্ষিণ চক্রের সম্পাদক ও সভাপতি বৃন্দ সহ অনান্য জোনাল ও চক্র পরিষদ সদস্য ও সাধারণ সদস্য সদস্যা বৃন্দ।