চিন্তন নিউজ:১১ই আগস্ট:– রিপোর্টার রমা চক্রবর্তী, জয়নগর মজিলপুর – আজ রাখী বন্ধন উৎসব । জয়নগর ২ নম্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যথাযোগ্য মর্যাদার সাথে “আয় আরো বেঁধে বেঁধে থাকি” এই অঙ্গীকার নিয়েই রাখীবন্ধন উৎসব পালন করলো। শুভেচ্ছা বিনিময় হলো একে অপরের সাথে।
সংবাদদাতা বাবলু হাজরা- ডায়মন্ডহারবার
আজকের দিনেই ১৯০৮ সালের ১১ আগস্ট ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন মহান বিপ্লবী ক্ষুদিরাম বসু তাঁর বলিদান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলী | ১৯০৫ সালে বঙ্গ ভঙ্গের বিরোধীতায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্প্রীতির বার্তা শুভ রাখি বন্ধনে এক আকাশ শুভেচ্ছা বিনিময় হল নুরপুর অঞ্চলের দঃ শিমুল বেড়িয়াতে ৷