জেলা

হাওড়ার টুকিটাকি—


চিন্তন নিউজ:১৩ই জানুয়ারি:—সূত্র-অরিন্দম চক্রবর্তী :–সমসময় ও বিবেকানন্দ ‘
বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবসে ভারতীয় গণনাট্য সংঘ জগৎবল্লভ পুর শাখার উদ্যোগে অনুষ্ঠানের চিত্র ! সমসময় যখন প্রতিদিন চারপাশের অন্ধকারকে সংগঠিত করছে। মানুষে মানুষে বিভেদের কারবারিরা যখন বন্ধুর মুখোশ পড়ে আমাদের সামনে। ঠিক তখনই আমাদের দেশের অসংখ্য মহীরুহ মানুষের ভীড় ঠেলে এগিয়ে আসেন একজন যুগনায়ক। সমসময়ে আমরা তাঁকে নিয়ে কিভাবে পথ চলতে পারি খুঁজবো সেই পথ ….

-সূত্র-শ্রেয়ান সেনগুপ্ত।-কৃষি বিল প্রত্যাহার করতে হবে এই দাবিতে কৃষি বিল এর প্রতি লিপি পড়ানো হল শিবপুর দক্ষিণ পূর্ব এরিয়াতে।

সংবাদদাতা-সৌমেন বাগ।:- কালা কৃষি আইনের প্রতিবাদে …. প্রতিবাদ কৃষি বিলের কপি পুড়িয়ে. সিপিআই(এম) উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির ডাকে বাউড়িয়ায় এরিয়া কমিটি অফিসের সামনে……বক্তব্য রাখেন এরিয়া কমিটির নেতৃত্ব কমরেড কেশব কোলে, আইপিটিএ নেতৃত্ব দীপক রায় এবং সিআইটিইউ জেলা-নেতৃত্ব শেখ জাকির।

কাজল চ্যাটার্জি:– সালকিয়ায় ভারতের কম্যুনিস্ট পার্টি মার্কসবাদী পার্টি অফিস পুনরায় উদ্ধার করে কর্মীরা লাল রঙে সাজাচ্ছেন।—

রাকেশ দাস:- স্বাধীনতা আন্দোলনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মাস্টারদা সূর্য সেন-এর ৮৮তম আত্নবলিদান দিবস ও স্বামী বিবেকানন্দ-এর ১৫৯তম জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, রামরাজাতলা-৩ ইউনিটের।
” ওরা যতই তোমার শরীর ডোবাক
আমরা আগলে রাখি তোমার নাম,
মোদের মনের গহীন কোণে
মাষ্টারদা লাল সেলাম। “

অঙ্কন রক্ষিত:- বাম ছাত্র-যুব সংগঠন গুলির আহ্বানে আগামী ১১ই ফেব্রুয়ারী নবান্ন অভিযান এর প্রচারে দেওয়াল লিখন হাওড়ার বিভিন্ন অঞ্চলে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।